আপনি কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে
এবারের অ্যালবাম সাজানো হয়েছে আপনি কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে এই তথ্য নিয়ে।
-
কাজের প্রচণ্ড চাপ- অফিসে কাজের চাপ যখন আপনার ক্ষমতার অতিরিক্ত হয়ে যাচ্ছে, একটা সময়ের পর আপনি যখন মনে করছেন আর পারছেন না, তখন সে চাকর ছেড়ে দেওয়াই ভালো।
-
আপনি যখন আপনার বসকে অপছন্দ করেন- অফিসে যদি প্রতিদিন আপনার বসের সঙ্গে কথায় কথায় তর্ক হয়, তাহলে সেই চারকিতে বেশি দিন না থাকাই উচিত।
-
আপনি কাজের ইচ্ছে হারিয়ে ফেলেছেন- আপনি যদি দেখেন, কাজ করতে গিয়ে আপনার প্রচুর ভুল হচ্ছে, কাজের ইচ্ছে হারিয়ে ফেলেছেন, তাহলে সেই চাকরি ছেড়ে দিন।
-
আপনার প্রমোশন হচ্ছে না- অনেকদিন একই পদে চাকরি করছেন, কিন্তু আপনার পদোন্নতি হচ্ছে না। তা হলে অন্য কোনো চাকরির সন্ধান করাই ভালো।
-
নতুন কিছু শেখার নেই- কোনো সংস্থায় অনেকদিন থাকার পর যদি দেখেন, আপনার শেখার আর কিছু নেই, তাহলে সেই চাকরি ছেড়ে দিলেই ভালো করবেন।
-
অফিসে যখন আপনার কথায় কেউ পাত্তা দিচ্ছে না, সে ক্ষেত্রে সে সংস্থায় বেশিদিন থাকা আপনারই ক্ষতি করবে।