বিশ্ব কাঁপানো ৬ সংক্রামক অসুখ
বিগত কয়েক শতাব্দীতে বিশ্বের মানুষ কিছু বিপজ্জনক অসুখে আক্রান্ত হয়েছে। এসব অসুখ হলে মৃত্যু ছিলো অনিবার্য পরিণতি।
-
গুটি বসন্ত : ইউরোপ থেকে পঞ্চদশ শতকের শেষে এই অসুখটি ছড়িয়ে পড়ে আমেরিকায়। ক্রমে সারা বিশ্বেই মারণব্যাধি হিসেবে গুটি বসন্ত ভয়াবহ আকার ধারণ করে। এখন এই অসুখটি বিলুপ্ত বলেই জানা যায়।
-
পোলিও : এই অসুখটিও এখন প্রায় ‘বিরল’ হয়ে গিয়েছে। অথচ এক সময় এই অসুখে আক্রান্ত হয়েছে সারা পৃথিবীর শিশুরা।
-
যক্ষ্মা : ব্যাকটেরিয়া বাহিত এই অসুখটি একসময় সারা পৃথিবীকে ভীত, সন্ত্রস্ত করে রেখেছিল। বর্তমানে এই অসুখকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
-
ম্যালেরিয়া : ম্যালেরিয়া আজও এক ভয়ঙ্কর মারণ অসুখ। এই রোগে ইতিহাসের পাতায় আমরা পেয়েছি আলেকজান্ডারের মৃত্যুর খবর। তবে আজ আর এটির চিকিৎসা নিয়ন্ত্রণের বাইরে নয়।
-
কলেরা : একসময় পুরো গ্রাম উজাড় হয়ে যেত এই অসুখে। বর্তমানে এই অসুখ আর তত ভয়ঙ্কর নয়।
-
এইডস : সারা পৃথিবীর কাছে ‘এইডস’ নামটিই যথেষ্ট আতঙ্কের। আজও এর ভয়াবহতা রয়ে গিয়েছে ব্যাপক হারে। কিন্তু চিকিৎসকরা এই রোগ নিয়ে অনেকটাই এগিয়েছেন গবেষণায়।