বিপদ থেকে বাঁচতে ২০১৮ সালে কোন রাশির কী করা উচিত নয়
জেনে নিন বিপদ থেকে বাঁচতে ২০১৮ সালে কোন রাশির কী করা উচিত নয়।
-
মেষ : অনেক দিন ধরেই ভাবছেন কর্মক্ষেত্রে একটা চেঞ্জ দরকার। হয়তো একটু অসুবিধা হবে, তা পরেও এবার পদক্ষেপ নিতে পারেন নতুন দিশায়।
-
বৃষ : সম্পর্কে ভুল কিছু করে থাকলে ক্ষমা চেয়ে নিন। নিজের ইগো-কে প্রাধান্য দিলে হারিয়ে যাবে মনের মানুষটি।
-
মিথুন : প্রত্যেক সমস্যারই সমাধান হয়। কিন্তু এদের ক্ষেত্রে এরা নিজেরাই নিজেদের সমস্যা ও সমাধান। তাই কথা কম বলাই শ্রেয়।
-
কর্কট : কারোর পেছনে কথা বলা, কাউকে নিয়ে অহেতুক আলোচনা করা বন্ধ করুন। নিজেই একদিন নিজের কথার ফাঁদে পড়ে যাবেন।
-
সিংহ : এরা খুবই মিশুকে হয়। যে কারণে ভাল-খারাপ, দু’ধরনের মানুষই থাকে এদের জীবনে। যারা নেগেটিভ চিন্তা করে, চেষ্টা করুন তাদের থেকে দূরে থাকতে।
-
কন্যা : কারোর সঙ্গেই খারাপ ভাবে কথা না বলা উচিৎ, সে যত রাগই হোক তার উপর।
-
তুলা : জীবনে যা ঘটে গিয়েছে তা নিয়ে আর না ভাবাই ভাল। চেষ্টা করুন সেই সব খারাপ সময়ের ছায়া থেকে নিজেকে মুক্ত করতে।
-
বৃশ্চিক : একা বা তফাতে থাকার অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। না হলে তো ভালবাসার মানুষগুলোয় দূরে চলে যাবে।
-
ধনু : ভুল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু, ভুল করে তা স্বীকার করুন, এবং তা থেকে শিক্ষা নিন। জীবনের পথ অনেক মসৃণ হয়ে যাবে।
-
মকর : এরা বারেবারে একই ভুল করে নিজেদের সম্পর্কে। কিছু বদলানোর আগে নিজেকে বদলান।
-
কুম্ভ : উচ্চাকাঙ্ক্ষা থাকা ভাল। কিন্তু, নিজের মাপকাঠি বুঝে সেই আশা করুন। না হলে সমস্যা বাড়বে বই কমবে না।
-
মীন : এরা খুব ভাল মনের মানুষ হয়। তাই ধাক্কাও খায়। নিজেকে কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য সব কিছু ভুলে যাওয়াই সঠিক কাজ। তবে প্রত্যেকটি ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ।