রাশি অনুয়ায়ী জেনে নিন আপনি কেমন সন্তান
এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন রাশি অনুয়ায়ী আপনি কেমন সন্তান।
-
মেষ রাশির সন্তান : এরা ছোট থেকেই নিজেদের পছন্দ-অপছন্দের কথা স্পষ্টভাবে জানিয়ে দেয়। মা-বাবার সঙ্গে এদের সম্পর্ক হাওয়ার মতো। এদের মতের সঙ্গে চললে সম্পর্ক খুবই ভাল হয়।
-
বৃষ রাশির সন্তান : এরা এমনিতে খুবই শান্ত ও চুপচাপ। তবে, জোর করে কিছু করানো যায় না এদের দিয়ে।
-
মিথুন রাশির সন্তান : ছোট থেকেই এরা খুব কথা বলে। এবং এদের কাছে এদের স্বাধীনতাই শেষ কথা। যে কারণে মা-বাবার সঙ্গে মাঝে মধেই এদের বিরোধ বাধে।
-
কর্কট রাশির সন্তান : এরা খুবই হাসিখুশি হয়। কিন্তু নিজের কাজ হাসিল করার জন্য চোখের জলে বাসিয়ে দিতে পারে সব কিছু।
-
সিংহ রাশির সন্তান : এরা খুবই ছটফটে হয়। এদের এনার্জির সঙ্গে তাল মিলিয়ে চলা বেশ মুশকিল।
-
কন্যা রাশির সন্তান : এরা সাধারণত খুব লাজুক হয়। যে কারণে বন্ধু নেই বললেই চলে। ফলে মা-বাবাকে খুব সাবধানে মিশতে হয় এদের সঙ্গে।
-
তুলা রাশির সন্তান : এরা ছোট থেকেই সকলের নজর কাড়ে। হাতে-কলমে শিক্ষালাভ করতে পছন্দ করে এরা।
-
বৃশ্চিক রাশির সন্তান : অন্যান্য রাশির মধ্যে এই রাশির শিশুরাই সব থেকে আলাদা হয়। এরা খুবই বুদ্ধিমান হয় এবং সহজেই যে কোনো জিনিস ধরতে পারে।
-
ধনু রাশির সন্তান : এরা খুবই মিশুক হয়। ফলে ছোট থেকেই এদের অসংখ্য বন্ধু থাকে।
-
মকর রাশির সন্তান : এরা ছোট থেকেই বড্ড বেশি অসুস্থ থাকে। নিজের থেকে বেশি বয়সীদের সঙ্গে এদের বন্ধুত্ব হয়।
-
কুম্ব রাশির সন্তান : এরা একা থাকতে পছন্দ করে। কিন্তু বাড়ির বড়রা খুবই পছন্দ করে এদের।
-
মীন রাশির সন্তান : এরা ছোট থেকেই খুব মিশুক হয়। প্রকৃতির সঙ্গে এদের থাকে এক অবিচ্ছেদ্য যোগ।