অ্যালঝাইমার্সে আক্রান্ত প্রবীণদের যত্ন নেবেন যেভাবে
অনেক প্রবীণ অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত হন। এদের সঙ্গে কেউ কেউ খারাপ আচরণ করেন। আবার কেউ কেউ তাদের সমস্যা বুঝতে পারেন না। ফলে এই রোগীরা অযত্ন ও অবহেলার শিকার হন। এবার জেনে নিন অ্যালঝাইমার্স আক্রান্ত প্রবীণের যেভাবে যত্ন নেবেন।
-
অ্যালঝাইমার্স রোগটি সম্পর্কে যারা জানেন, তাদের এটাও জানা আছে যে আক্রান্ত রোগীর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্বে থাকা মানুষগুলোকেও কষ্ট দেয় এই রোগ। অ্যালজাইমার্স হলে মানুষের স্মৃতি শক্তি নষ্ট হয়ে যায়। এমনকী দৈনন্দিন জীবনের কাজকর্মেও কথা ভুলে যান। ছবি: সংগৃহীত
-
পরিবারের প্রিয়জনের কারো অ্যালঝাইমার্স ধরা পড়লে পরিজনেরা তাকে বাড়িতে রেখেই চিকিৎসা ও সেব করার চেষ্টা করেন। বিশেষত প্রবীণ কেউ এতে আক্রান্ত হলে পরিচর্যার প্রয়োজন আরও বেশি। ছবি: সংগৃহীত
-
কিন্তু রোগের মাত্রা যত বাড়তে থাকে, ততই রোগীর দেখভাল কঠিন হয়ে উঠতে পারে। ছবি: সংগৃহীত
-
রোগির বয়স যত বাড়তে থাকে, তার উপসর্গ তত আলাদা হতে থাকে। তাই কোনো পরিচর্যার একটি বা দুটি নির্দিষ্ট প্রক্রিয়া সবসময় কাজে দেয় না। এটি মাথায় রাখা জরুরি। ছবি: সংগৃহীত
-
উপসর্গ বুঝে সেই মতো আগালে আক্রান্তকে কিছুটা স্বস্তিতে রাখা যাবে। তবে সে জন্য রোগীর সঙ্গে বোঝাপড়া জরুরি। আর এই বোঝাপড়ার জন্য দেখভালকারীকে কিছু প্রশিক্ষণ নিতে হবে। ছবি: সংগৃহীত
-
বিশেষজ্ঞরা যেমন বলছেন, শুধু কথার মাধ্যমে বোঝাপড়ার চেষ্টা নয়। পাশাপাশি স্পর্শ, চোখের ইশারা ও শব্দ দিয়েও যোগাযোগ করার চেষ্টা করতে হবে রোগীর সঙ্গে। ছবি: সংগৃহীত
-
যদি আক্রান্ত ব্যক্তি আপনার কথা শুনতে না পান, তা হলে তাকে নয়, আশপাশের পরিবেশে যে আওয়াজ হচ্ছে সেটা কমানোর চেষ্টা করুন। তার সীমিত ক্ষমতাকে দেখিয়ে ছোট না করাই বাঞ্ছনীয়। ছবি: সংগৃহীত
-
রোগী কী বলছে, মন দিয়ে শুনুন। একই সঙ্গে কথা না বলেও তারা নানাভাবে নিজের মনের ভাব বোঝাতে পারেন। সেই দিকেও নজর রাখা দরকার। সাধারণভাবে গোসল করা নিয়ে অ্যালঝাইমার্স রোগীদের মধ্যে একটা ভয় তৈরি হয়। পরিচ্ছন্ন জামাকাপড় পরা, খাওয়া-দাওয়া এমনকী মলমূত্রত্যাগের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে কীভাবে রোগীকে সাহায্য করবেন, সেটা বুঝতে হলে বিষয়গুলো নিয়ে কিছুটা এই বিষয়ে লেখাপড়া করা থাকলে ভালো হয়। ছবি: সংগৃহীত