ব্রণ দূর করবে টমেটোর রসের আইস কিউব
ব্রণের সমস্যায় অনেকেই ভুগছেন। কিন্তু শত চেষ্টা করেও তা সারাতে পারছেন না! তারা জেনে নিন অল্প সময়ে যেভাবে টমেটোর আইস কিউব ব্যবহার করে ব্রণের সমস্যা দূর করবেন।
-
কোলাজেনের যোগান বাড়াতে ত্বকের যত্নে প্রতিদিন ব্যবহার করুন টমেটো। ছবি: সংগৃহীত
-
অ্যাকনে ও ব্রণের জন্য যে ব্যাকটেরিয়া দায়ী, তা দূর করে টমেটো। এতে থাকা ভিটামিন এ, সি এবং কে অ্যাকনের ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করে। ফলে অ্যাকনে দূর হয়ে ত্বক হয়ে ওঠে পরিচ্ছন্ন। ছবি: সংগৃহীত
-
অত্যন্ত তৈলাক্ত ত্বকে লোমকূপের ছিদ্রমুখ বড় হয়ে ওপেন পোরসের সমস্যা দেখা দেয়। টমেটোর গুণে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয়ে ওপেন পোরসের সমস্যা কমে যায়। ছবি: সংগৃহীত
-
টমেটো খুব ভালো ব্লিচিং উপাদান। টমেটোর আইস কিউব লোমকূপের ছিদ্রমুখ খুলে ত্বক উজ্জ্বল করে তোলে। ছবি: সংগৃহীত
-
টমেটোতে থাকা লাইকোপেন ত্বক থেকে কালো দাগ দূর করে। এতে থাকা অ্যাস্ট্রিন্টেজেন্ট কালো দাগছোপ মুছে ত্বক উজ্জ্বল করে তোলে। ছবি: সংগৃহীত
-
চোখের নিচে ফুলে গেলে বা ডার্ক সার্কল থাকলে সেখানেও টমেটোর আইসকিউব দিতে পারেন। ২-৩ মিনিট টমেটো আইসকিউব চোখের চারপাশে ঘষলে ত্বক ঝলমল করে উঠবে। ছবি: সংগৃহীত
-
টমেটোর রস বের করে নিয়ে আইস ট্রেতে জমিয়ে তৈরি করুন টমেটো আইসকিউব। তারপর প্রয়োজন মতো ব্যবহার করুন। ছবি: সংগৃহীত