পাকা চুল টেনে তুললে কী হয়?
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। তাই সৌন্দর্য বর্ধনের জন্য কেউ কেউ তাদের পাকা চুল তুলে ফেলে। বয়সের কারণে যাদের চুল পাকে তাদেরও কেউ কেউ এমনটা করেন। তবে পাকা চুল তুলে ফেলা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এবার জেনে নিন পাকা চুল টেনে তুললে যেসব মারাত্মক সমস্যা দেখা দেয়।
-
বর্তমানে কৈশোর এমনকি শৈশবেও চুল কারো কারো চুল পেকে যাচ্ছে। একাধিক কারণে এই সমস্যা দেখা যাচ্ছে। এই সমস্যার জন্য একাধিক কারণ দায়ী। চুল পেকে যাওয়ার কারণ চুলের গোড়ায় পিগমেন্টেশনের জন্য মেলানিনের উৎপাদন কমে যায়। ফলে কালো চুল সাদা হয়ে যায়। ছবি: সংগৃহীত
-
মেলানিনের যোগান কমে যায় মূলত জিনগত কারণে। পরিবারে কারো অকালপক্বতার সমস্যা থাকলে প্রতি প্রজন্মেই এই সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন ডি, ভিটামিন বি-১২র যোগান কমলেও চুল পেকে যেতে পারে বার্ধক্যের আগেই। ছবি: সংগৃহীত
-
শ্বেতীর মতো অসুখও চুল পেকে যাওয়ার কারণ হতে পারে। এই অসুখে মেলানোসাইটস শরীর থেকে বিদায় নেয়। এই মেলানোসাইটসের জন্যই মেলানিন উৎপন্ন হয়। মেলানিন উৎপন্ন না হওয়ায় চুল অকালেই পেকে যায়। ছবি: সংগৃহীত
-
থাইরয়েড, অপর্যাপ্ত ঘুম, মানসিক উদ্বেগসহ একাধিক কারণ দায়ী থাকে অকালে চুল পেকে যাওয়ার পিছনে। যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে। তাতে নাকি আরও চুল পেকে যায়। কিন্তু সেটা ঠিক নয়। ছবি: সংগৃহীত
-
পাকা চুল হাত দিয়ে টেনে তোলার কারণে মাথার অন্যান্য চুল পাকে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আরও অন্যান্য কারণে পাকা চুল টেনে তোলা ঠিক নয়। তার প্রধান কারণ টেনে পাকা চুল তুললে সেখানে ত্বক সংক্রমণ দেখা দিতে পারে। ছবি: সংগৃহীত
-
নিয়মিত পাকা চুল তুললে সংক্রমিত ত্বকে হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে। ফলিকল নষ্ট হয়ে চুলের স্থায়ী ক্ষতি হতে পারে। মাথার নির্দিষ্ট অমশ থেকে ক্রমাগত চুল তুলে গেলে দেখা দিতে পারে ট্রিকোটিলোম্যানিয়া। তার থেকে দীর্ঘ স্থায়ী হতে পারে চুল পড়ার সমস্যা। ছবি: সংগৃহীত
-
হাত দিয়ে টেনে চুল তোলার প্রবণতা থাকলে মাথার কোনো কোনো অংশে স্থায়ীভাবে চুল উঠে গিয়ে টাকও পড়ে যেতে পারে। তাই পাকা চুল ট্রিম করুন কাঁচি দিয়ে কেটে। ছবি: সংগৃহীত