বর্ষাকালে চুলের সমস্যা দূর করার সহজ উপায়
বর্ষাকাল এলেই অতিরিক্ত আর্দ্রতার জন্য চুলের স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। রুক্ষ ও তেলতেলে দুই ধরনের চুলই সমস্যায় পড়ে এই ঋতুতে। সহজেই জট পড়ে যায়। নিষ্প্রাণ হয়ে অনুজ্জ্বল হয়ে পড়ে চুল। এবার জেনে নিন বর্ষাকালে চুলের সমস্যা সহজে দূর করবেন যেভাবে।
-
অ্যালোভেরা ও গ্রিন টি বেসড চুলে লাগান। এতে চুলের গোড়া মজবুত হবে। চুলের জটপ্রবণতা দূর হয়। সপ্তাহে দুবার শ্যাম্পু করার আগে চুলে ভালো করে তেল মাখুন। চুলের ভঙ্গুর ভাব দূর হয়। ছবি: সংগৃহীত
-
চুলের পাশাপাশি ভালো করে অয়েল মাসাজ বা তেল মালিশ করুন স্ক্যাল্পেও। এতে রক্তপ্রবাহ মসৃণ হয়ে চুলের স্বাস্থ্য অটুট থাকবে। ছবি: সংগৃহীত
-
বর্ষায় চুল কোনো সময় ব্লো ড্রাই করবেন না। সব সময় তোয়ালে দিয়ে চুল ভালো করে মুছে নিন। তাহলে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে জটপ্রবণ হয়ে পড়বে না। শ্যাম্পু করার পর মাইক্রোফাইবার বা ছোট তন্তুর তোয়ালে দিয়ে চুল মুছে নিন। ছবি: সংগৃহীত
-
এরপর চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তাতে চুলের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে। বর্ষাকাল তো বটেই। বছরের অন্য সময়েও ব্যবহার করুন কাঠের চিরুনি। ছবি: সংগৃহীত