গোলাপ জল দিয়ে খুশকি দূর করার সহজ উপায়
শুধু ত্বকের যত্নই নয় গোলাপ চুলের যত্নেও বেশ উপকারী। বিশেষজ্ঞরা বলেন, গোলাপ জল চুলের তেলতেলে ভাব এবং খুশকি কমাতে সাহায্য করে।
-
গোলাপ জল বাজার থেকে রেডিমেড কেনা যায়। কিংবা ঘরোয়া উপাদানে তৈরি করে নেওয়া যায় বাড়িতেও। তবে বাজার থেকে কিনলে ইথানলের মতো প্রিজারভেটিভ নেই এমন গোলাপ জল কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চুলের জন্য গোলাপ জল ব্যবহারের পদ্ধতিগুলো খুব সহজ। ছবি: সংগৃহীত
-
শ্যাম্পু করার পর কিংবা কন্ডিশনার লাগানোর পর গোলাপ জলে চুল ধুয়ে নিতে হবে। এভাবে রাখতে হবে কয়েক ঘণ্টা। তার পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলতে হবে। সারারাত লাগিয়ে রেখে পরদিন সকালে স্নান করে নেওয়াও যায়। ছবি: সংগৃহীত
-
শ্যাম্পু বা কন্ডিশনারে গোলাপ জল মিশিয়ে সেটা চুলে লাগানো যায়। ছবি: সংগৃহীত
-
চুলে সুগন্ধ যোগ করতে চাইলে যে কোনো সময় রোজ ওয়াটার মিস্ট ব্যবহার করা যায়। বাইরে বেরনোর আগে বোতল থেকে চুলে স্প্রে করে নিলেই হলো। ছবি: সংগৃহীত
-
তুলা দিয়ে সরাসরি মাথার ত্বকে গোলাপ জল লাগাতে হবে। তারপর মাসাজ করতে হবে আলতো হাতে। খুশকি এবং চুলকানি কমাতে এটা অব্যর্থ। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে চুল। ছবি: সংগৃহীত
-
অনেকের গোলাপ জলে অ্যালার্জি থাকতে পারে। তাদের এটা এড়িয়ে যাওয়াই ভালো। খুব বেশি খুশকি বা চুলকানি হলে গোলাপ জলের সঙ্গে কার্যকর, ক্লিনিকালি প্রমাণিত শ্যাম্পু ব্যবহার করা যায়। ছবি: সংগৃহীত
-
হাজার হাজার বছর আগে প্রাচীন পারস্যে গোলাপ, গোলাপ তেল এবং গোলাপ জলের ব্যবহার শুরু হয়। আজ যে দেশ ইরান নামে পরিচিত। ১০ম শতাব্দীর পার্সিয়ান এক চিকিৎসক এবং কেমিস্ট প্রথম গোলাপ জলের উদ্ভব করেছিলেন বলে ধরা হয়। ফুটন্ত ডিস্টিল ওয়াটারে গোলাপের পাপড়ি ফুটিয়ে তৈরি হয় গোলাপ জল। এ জন্য বেছে নেওয়া হয় সবচেয়ে সুগন্ধিযুক্ত গোলাপ ফুল। এর মধ্যে রয়েছে রোজা ক্যানিনা, রোজা ডামাসেনা এবং রোজা সেন্টিফোলিয়া। ছবি: সংগৃহীত