চোখের নিচের কালো ছোপ দূর করার প্রাকৃতিক উপায়
খুব অল্প বয়সেই কারো কারো চোখের নিচে কালো কালো ছোপ পড়ে। ছোপের এই দাগ দেখতে অনেক খারাপ লাগে। তবে এটি খুব সহজে প্রাকৃতিক উপায়ে দূর করা যায়।
-
চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ মেয়েদের খুব সাধারণ একটা সমস্যা। অনেক সময় অত্যধিক পরিশ্রম করা বা পর্যাপ্ত ঘুম না হলে এমন দাগ দেখা যায়। আবার হাই প্রেসার কিংবা কোলেস্টেরল থাকলেও এমন দাগ হতে পারে। তবে আশার কথা হল, এই কালো দাগ সহজেই নিরাময়যোগ্য। ছবি: সংগৃহীত
-
কর্মব্যস্ত জীবনে নিজের পিছনে সময় দেওয়ার মতো সময় হাতে থাকে না বললেই চলে। কিন্তু চোখের নিচে কালো দাগ দেখা দিলে সময় নষ্ট না করে দ্রæত ব্যবস্থা নিতে হবে। কারণ এর সঠিক চিকিৎসা না হলে এই ডার্ক সার্কেল দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করতে পারে। তবে কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপাদানে এই ডার্ক সার্কেল দূর করা যায়। ছবি: সংগৃহীত
-
শসা: এমনিতেই উজ্জ্বল ত্বক পেতে শসার ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও কার্যকরী ভূমিকা নেয় এই ফল। এজন্য তাজা শসা নিয়ে পাতলা করে কেটে নিতে হবে। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে টুকরোগুলো। এবার ঠান্ডা শসার টুকরো ১০ মিনিট রেখে দিতে হবে চোখের উপর। দিনে দুইবার করলেই উপকার পাবেন। ছবি: সংগৃহীত
-
দুইবার ময়েশ্চারাইজার: ত্বকচর্চার গুরুত্বপূর্ণ উপাদান ময়েশ্চারাইজার। এটা ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে। এজন্য দিনে দুইবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। দিনের বেলা এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার এবং রাতে শোবার আগে ময়শ্চারাইজারের পাশাপাশি আই ক্রিম ব্যবহার করতে হবে। ছবি: সংগৃহীত
-
পর্যাপ্ত ঘুম: ডার্ক সার্কেলের বিরুদ্ধে লড়ার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম। রাতে ভালো ঘুম না হলে ত্বকের রঙ এমনিতেই একটু ফ্যাকাশে দেখায়। যার ফলে চোখের নিচের কালো দাগ আরও প্রকট হয়ে ওঠে। তাই পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ছবি: সংগৃহীত
-
আলুর মাস্ক: আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। শসার মতো আলুকেও পাতলা টুকরো করে কেটে চোখের উপর লাগাতে হবে। এটা ত্বকে কোলাজেন বাড়ায় যা ডার্ক সার্কেল নিরাময়ে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
গ্রিন টি ব্যাগ মাস্ক: গ্রিন টি-তে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নয়, অ্যান্টিইনফ্লেমেটারি বৈশিষ্টও রয়েছে। এটা চোখের নিচের কালো দাগ মেটাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
টমেটো লেবুর জুস: প্রথমে টম্যাটো এবং কমলালেবুর রস একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর তাতে ছোট তুলোর বল ভিজিয়ে লাগাতে হবে চোখের নিচে। জুসটা শুকোনোর জন্য মিনিট দশেক অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে হালকা গরম পানিতে। দিনে দুইবার করতে পারলে ভালো ফল মিলবে। ছবি: সংগৃহীত