হার্ট অ্যাটাকের মাসখানেক আগেই যেসব লক্ষণ দেখা দেয়
এখন হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়া বয়সের ওপর নির্ভর করে না। বিভিন্ন কারণেই যে কোনো বয়সে মানুষ হৃদ রোগে আক্রান্ত হচ্ছেন। এতে অনেকে মারাও যাচ্ছেন।
-
হার্ট অ্যাটাকের প্রায় মাস খানেক আগে থেকেই জানান দিতে থাকে। তবে ব্যতিক্রম ঘটনা তো আছেই। বিশেষ করে যাদের হাই প্রেসার, সুগার, এবং শরীরে অতিরিক্ত মেদ রয়েছে। তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে অতিরিক্ত স্ট্রেস যেকোনো সময় এই সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আগে থেকেই সাবধান হতে হবে। ছবি: সংগৃহীত
-
শ্বাস নিতে কষ্ট হলে, দম আটকে আসলে তাড়াতাড়ি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনো রকম সমস্যা হলে, ফুসফুসে অক্সিজেন কম হয়ে যায়। অতিরিক্ত শ্বাস কষ্ট হয়। বা কখনও মাঝারি শ্বাস কষ্ট। এসব সমস্যা দেখা দিলে দেরি করা যাবে না। ছবি: সংগৃহীত
-
একটুতে হাঁফিয়ে যাচ্ছেন বা বসে বসেই কোনো কারণ ছাড়া অতিরিক্ত ঘাম হচ্ছে। তাহলে জানবেন বিষয়টা চিন্তার। শরীরে রক্ত চলাচল কমে গেলেই হাঁফ ধরে। চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত
-
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখলেন দরদর করে ঘামছেন। এমনটা দেখা দিলে এক মুহূর্ত নষ্ট না করে, ডাক্তার দেখান। এসবই হার্ট অ্যাটাকের ইঙ্গিত। এছাড়া যদি বুকে ব্যথা বা চাপ অনুভব হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত
-
নারীদের ক্ষেত্রে এসব লক্ষণগুলো ছাড়াও দেখা যায়, পেটে অস্বস্তি বা ব্যথা এবং পিঠে ব্যথা। তাহলেও কিন্তু সম্ভবনা থাকতে পারে হার্ট অ্যাটাকের। ছবি: সংগৃহীত