বন্ধু দিবসের খানাপিনা
আন্তর্জাতিক বন্ধু দিবসের খানাপিনা নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ফুচকা : বন্ধুদের আড্ডার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে ফুচকার নাম। আজও বন্ধু দিবসে খাবারের তালিকায় থাকুক ঝাল টকে জলে পরিপূর্ণ, মুচমুচে ফুচকা।
-
ঝালমুড়ি : মিষ্টি কথার ফাঁকে ফাঁকে ঝালমুড়ি হলে বেশ জমে। বন্ধু দিবসে এমন খাবারটি খেতে যেন ভুল না হয়।
-
চপ : সান্ধ্যার আড্ডায় গল্পে গরম গরম আলুর চপ। যদিও ভেজিটেবল, মাংস, ডিম, চিংড়ি, পেঁয়াজি, বেগুনি হিট লিস্টে রয়েছে সকলেই। মুড়ির সঙ্গে চপ, আড্ডা জমতে বাধ্য।
-
চা-কফি : টেবিলে চা-কফির উপস্থিতিতে বন্ধু দিবসের গল্পের আসর আরো জমে উঠবে। চা-কফিতে পেট না ভরলেও গলা ভিজলেই হল।
-
পকোড়া : চা-কফির সঙ্গে যদি জুটে যায় গরম গরম পকোড়া, তাহলে তো আর কথাই নেই। বন্ধুদের আড্ডা জমে উঠবেই।
-
মোমো : তেল ছাড়া মামো নাকি এখন ফিগার সচেতন বন্ধুদের খুব পছন্দ। তাই বন্ধু দিবসে এই খাবারটি না খেলে কী হয়!
-
রোল : বন্ধুরা দীর্ঘক্ষণ আড্ডার পরে একটু খিদে পেলে দুই-তিনটে রোল খেলে পেট ভরে যাবে।