ডাবের পানি দিয়ে রূপচর্চা করবেন যেভাবে
বিভিন্ন রোগে শরীর সুস্থ রাখার পাশাপাশি ডাবের পানি রূপচর্চাতে ব্যবহার করা হয়। এ পানি দিয়ে রূপচর্চা করলে ত্বক সুন্দর থাকে। জেনে নিন ডাবের পানি দিয়ে রূপচর্চার পদ্ধতি।
-
ডাবের পানিতে থাকা একাধিক উপকারী উপাদান ত্বককে ভালো রাখে। রিঙ্কল, পিগমেন্টেশন-সহ একাধিক সমস্যাকে দূরে রাখে নারকেলের পানি। এই পানীয়ের ইলেকট্রোলাইট উপাদান ত্বককে মসৃণ করে। ফলে উজ্জ্বল ও তরতাজা ভাব বজায় থাকে। ছবি: সংগৃহীত
-
ডাবের পানিতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে। ফলে ত্বককে শুষ্ক হয়ে পড়া থেকে রক্ষা করে। ক্লেঞ্জার হিসেবেও নারকেলের পানির তুলনা নেই। তুলোর বলে ডাবের পানি লাগিয়ে ভালো করে মুখ মুছে নিলেই ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। ছবি: সংগৃহীত
-
মেকআপ ভালো না তুললে ত্বকের ক্ষতি হয়। মেকআপ রিমুভারও আবার ক্যামিক্যালমুক্ত না হলে হিতে বিপরীত। তাই স্প্রে বোতলে ডাবের পানি রেখে দিন। তারপর কটন ওয়াইপে লাগিয়ে নিয়ে মুখ মুছে নিন। প্রসাধনী উঠে যাবে। ত্বকও ভালো থাকবে। ছবি: সংগৃহীত
-
২ চামচ ডাবের পানি মেশান হাফ চামচ মধু। তাতে দিন অর্ধেক চামচ কাঁচা হলুদ বাটা। এবার ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ ফেসমাস্ক হিসেবে মাখুন মুখে। ১০ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। ইনস্ট্যান্ট উজ্জ্বলতা আসবে ত্বকে।ছবি: সংগৃহীত
-
ত্বক ঝকঝকে রাখার মূল মন্ত্র হলো ভালো করে পরিষ্কার করা। তারপর দরকার টোনার। ডাবের পানি খুব ভালো টোনার। রাতে ঘুমতো যাওয়ার আগে তুলোর বলে ডাবের পানি লাগিয়ে মুখে মাখুন। তারপর রাখুন রাতভর। সকালে উঠে মুখ ধুয়ে নিন ভালো করে। ছবি: সংগৃহীত
-
গরমে মিস্ট হিসেবেও ডাবের পানি জুড়িহীন। স্প্রে বটলে ডাবের পানি রেখে দিন। তারপর গরমে ব্যবহার করুন মিস্ট হিসেবে। ছবি: সংগৃহীত