গরমে চুলকানি ও ঘামাচি দূর করার ঘরোয়া উপায়
প্রচণ্ড গরমে শরীর ঘেমে একাকার হয়ে যায়। এতে শরীরে চুলকানি, ঘামাচি ও দেহের বিভিন্ন অংশে লাল দাগ পড়ে যায়। ফলে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ মতো নানান ধরনের ওষুধ খেতে হয়। তবে ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে ও সহজ পদ্ধতিতে এ থেকে রক্ষা পাওয়া সম্ভব। জেনে নিন সেই উপায়।
-
চুলকানির জন্য নিম পাতা অনেক উপকারী। নিম পাতা ঘামাচি বা ত্বকের অন্যান্য সমস্যায় খুবই কার্যকরী। নিম পাতার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগান। ছবি: সংগৃহীত
-
ঘামাচির মোক্ষম নিরাময় হলো অ্যালোভেরা। ঘামাচির উপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
এক কাপ ঠান্ডা পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। পরিষ্কার কাপড় ডুবিয়ে ঘামাচির উপর ১০ মিনিট পর্যন্ত আলতো হাতে মুছতে থাকুন। ছবি: সংগৃহীত
-
৩ টেবিল চামচ ওটমিলের সঙ্গে অর্ধেক টেবিলচামচ হলুদ গুঁড়া মিশিয়ে ঘামাচির উপর লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
২ টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো গোলাপ পানি মিশিয়ে ঘামাচির উপর লাগান। দ্রুত উপকার পাবেন। ছবি: সংগৃহীত
-
চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির উপর লাগান। মুহূর্তেই ঘামাচি কমে যাবে। ছবি: সংগৃহীত
-
একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। দিনে ৩-৪ বার এইভাবে করলে ভালো ফল পাবেন। ছবি: সংগৃহীত