যেসব কারণে মুখে আলসার হয়
ঠোঁট, মাড়ি, গাল, জিহ্বা ও মুখের ভেতরে যে কোনো অংশই আলসারে আক্রান্ত হতে পারে। মুখে হওয়ার কারণে এর নাম ‘মাউথ আলসার’। এটি যার হয় তিনিই জানেন এর যন্ত্রণা সম্পর্কে। মুখে আলসারের সংক্রমণ একাধিক কারণে হয়ে থাকে।
-
ওরাল হাইজিন বা মুখ ঠিক মতো পরিষ্কার-পরিচ্ছন্ন না করলে এ রোগ হতে পারে। ঠিকঠাক টুথব্রাশ ব্যবহার না করলে বা ভুল পদ্ধতিতে ব্রাশ করলে এই প্রদাহ হতে পারে। ছবি: সংগৃহীত
-
আয়রন, ভিটামিন বি-১২, জিঙ্ক, ফোলেটসহ প্রয়োজনীয় উপাদান ডায়েটে না থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। ছবি: সংগৃহীত
-
টুথপেস্ট, মাউথওয়াশে সোডিয়াম লরেল সালফেটের মতো উপাদান থাকলে মাউথ আলসারের ঝুঁকি বেড়ে যায়। ছবি: সংগৃহীত
-
তামাক বা তামাকজাত দ্রব্য ব্যবহারেও মুখে আলসারের ঝুঁকি বেড়ে যায়। ছবি: সংগৃহীত
-
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, হরমোনাল পরিবর্তন, স্ট্রেস, অ্যাংজাইটিসহ একাধিক কারণে এই সমস্যা হতে পারে। ছবি: সংগৃহীত
-
অনেক সময় ভেঙে যাওয়া দাঁতের অংশ, শক্ত টুথব্রাশসহ বিভিন্নভাবে মুখের ভিতরে আঘাত লাগতে পারে। সেই ক্ষতও সময়ের সঙ্গে সঙ্গে মাউথ আলসারে পরিণত হতে পারে। ছবি: সংগৃহীত