এই সময়ে চা পান করলে কী হয়?

প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৯ মে ২০২২ আপডেট: ০৯:০৫ পিএম, ০৯ মে ২০২২

গ্রীষ্মকালে গরম কোনো পানীয় পান করতে কেউ পছন্দ করেন না। এ সময়ে তৃষ্ণা নিবারণের জন্য সবাই ঠান্ডা পানীয় সন্ধান করেন। এমন সময়ে পানের ক্ষেত্রেও তখন সবাই আইসড টি বা বা বরফ দেওয়া চা পানের দিকেই ঝোঁকেন। কিন্তু অনেকেই জানেন না যে আমাদের পাকস্থলী হলো একটি গরম অঙ্গ। এটা অনেকটা উনুনের মতো। তাই এটা কার্যকর রাখতে উত্তাপ দরকার। দেখে নেওয়া যাক গরমেও কেন গরম চা পান করা জরুরি।