ডায়াপার পরা শিশুকে সংক্রমণমুক্ত রাখার সহজ উপায়
এখন অধিকাংশ বাবা-মা তাদের শিশুকে ডায়াপার পরান। তবে এই ডায়পার সঠিক নিয়মে ব্যবহার না করলে বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণ হতে পারে। তাই শিশুকে ডায়াপার ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন।
-
বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় বাচ্চাকে ডায়াপার পরাতেই হয়। এছাড়া রাতে ঘুমনোর সময়ও ডায়াপার পরা থাকলে পাশে মাও একটু ঘুমোতে পারেন। বার বার ঘুম থেকে উঠে কাঁথা পাল্টানোর দরকার পড়ে না। ছবি: সংগৃহীত
-
কিন্তু ডায়াপার পরালে শিশুর স্পর্শকাতর ত্বকে সংক্রমণ দেখা দেয়। তাই বিশেষ সতর্কতা নিতে হয়। নয়তো হিতে বিপরীত হবে। ছবি: সংগৃহীত
-
নোংরা ডায়াপার থেকে শিশুর ত্বকে সবথেকে বেশি সংক্রমণ হয়। তাই নির্দিষ্ট সময় পরপর মনে করে শিশুর ডায়াপার পরিবর্তন করুন। ছবি: সংগৃহীত
-
প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় বাচ্চার ত্বকে ময়েশ্চারাইজার বা হালকা অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে ভুলবেন না। তাহলে সংক্রমণের ভয় কমবে। ছবি: সংগৃহীত
-
ডায়াপার খুব শক্ত হয়ে গেলে ত্বকে সংক্রমণ হতে পারে। কিন্তু বেশি ঢিলেঢালা ডায়াপার পরালেও মুশকিল। তাই মাঝে মাঝে বাচ্চার কোমরের কাছে ডায়াপার একটু ঢিলা করে দিন। ছবি: সংগৃহীত
-
ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বক পরিষ্কার করার সময় ওয়েট ওয়াইপস দিয়ে ভালো করে মুছে দিন। তবে খুবই নরম হাতে করবেন। তারপরও ত্বকে সংক্রমণ হলে শিশুর পশ্চাদদেশ হালকা গরম পানিতে ভিজিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছিয়ে নিন। ছবি: সংগৃহীত
-
দিনের বেশির ভাগ সময় শিশুকে ডায়াপারমুক্ত রাখুন। তাহলে কোমল ত্বক শ্বাস-প্রশ্বাস নিতে পারবে। এই টিপসগুলো মনে রাখলেই গরমেও আপনার শিশুর ত্বক থাকবে ন্যাপি থেকে হওয়া সংক্রমণ থেকে মুক্ত। ছবি: সংগৃহীত