যেসব নিয়ম মানলে ত্বকে বয়সের ছাপ পড়বে না
বয়স বাড়লে প্রত্যেকেরই ত্বকে বয়সের ছাপ পড়ে। এটা প্রাকৃতিক নিয়ম। তবে কারো কারো বয়স বাড়ার আগেই ত্বকে বুড়িয়ে যাওয়ার ছাপ পড়ে যায়। এবার জেনে নিন যেসব নিয়ম মেনে চললে চেহারায় বয়সের ছাপ পড়বে না।
-
বিভিন্ন ধরনের অ্যান্টি-এজিং ক্রিম, চুল শক্তপক্ত রাখার তেল, চামড়ায় ভাঁজ না পড়ার লোশন অনেকেই ব্যবহার করছেন। কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবার কিছু ঘরোয়া টিপস জেনে নিন। ছবি: সংগৃহীত
-
ত্বকের উজ্জ্বলতা তখনই বাড়ে যখন আপনি ভিতর থেকে সুস্থ থাকেন। বিশেষ করে, পেট পরিষ্কার থাকাটা খুব জরুরি। প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন। এতে শরীরে ডিহাইড্রেশন হয় না। এছাড়া ডায়েটে রাখুন ভিটামিন ই সমৃদ্ধ খাবার। ছবি: সংগৃহীত
-
শুধু ত্বকের যত্ন নিলেই চলবে না, সবার আগে প্রয়োজন শরীর সুস্থ রাখা। বিভিন্ন কর্মব্যবস্তার মধ্যেও খানিকটা সময় বের করে নিন ব্যায়াম বা যোগাসনের জন্য। ছবি: সংগৃহীত
-
বিউটি স্লিপ বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেও এর উপকারিতা অস্বীকার করা যায় না! এতে শরীরের ক্ষয়প্রাপ্ত কোষগুলোতে হরমোনের সঞ্চার হয়, পর্যাপ্ত ঘুমের ফলে চোখের নিচে কালিও পড়ে না। ছবি: সংগৃহীত
-
আপনার ত্বক অত্যন্ত শুষ্ক, রুক্ষ হলে ত্বকে বেশি ভাঁজ পড়বে। এ থেকে মুক্তি পেতে বাড়িতে বানিয়ে নিন মধু আর দইয়ের প্যাক। এই প্যাক ত্বককে আর্দ্র রাখে। গোসলের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। ছবি: সংগৃহীত
-
রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন। সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বকে বয়সের ছাপ ফেলে। তাই রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। জরুরি প্রয়োজনে রোদে বের হওয়ার প্রয়োজন হলে সঙ্গে রাখুন ছাতা ও টুপি। নারীরা সঙ্গে ওড়না রাখুন। ছবি: সংগৃহীত