দাঁতের কালো-হলুদ দাগ সহজে দূর করবেন যেভাবে
অনেকেরই দাঁতে কালো-হলুদ দাগ পড়ে যায়। এটি দেখতে বেশ খারাপ লাগে। শুধু তাই নয়, দাঁতে দাগ থাকলে মানুষের সামনে কথা বলতে গিয়ে লজ্জায় পড়তে হয়। এবার জেনে নিন ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে পরিষ্কার করার পদ্ধতি।
-
হলুদ দাঁতের সমস্যা নতুন নয়। তবে এই দাঁতকে সাদা ঝলমলে করে তোলা যায় ঘরোয়া উপায়েই। অনেকেই জর্দা, পান-মশলা খান তার জন্যেও দাঁতে দাগ পড়ে যায়। ধূমপানের জন্যেও দাঁতের ওপর কালশিটে দাগ পড়ে যায়। ছবি: সংগৃহীত
-
প্রথমেই প্রতিদিন দুবার দাঁত ব্রাশ করতে ভুলবেন না। টুথব্রাশ ভালো দেখে পছন্দ করুন। ছবি: সংগৃহীত
-
আপনার টুথ পেস্টে সামান্য ব্রেকিং সোডা মিশিয়ে নিন। এবং তা দিয়েই দাঁত ব্রাশ করুন। কয়েকদিনেই ঝলমল করবে দাঁত। ছবি: সংগৃহীত
-
উন্নতমানের নারকেল তেল নিন। নারকেল তেল মুখে নিয়ে দশ মিনিট কুলকুচি করুন। ঝলমলে হবে দাঁত। ছবি: সংগৃহীত
-
২ চা চামচ অ্যাপল সিডার ভিনিগার নিন তাতে টুথপেস্ট মিশিয়ে ব্রাশ করুন। অ্যাপল সিডার ভিনিগার ও পানি মিশিয়ে কুলকুচি করুন। ঝলমলে হবে দাঁত। ছবি: সংগৃহীত
-
এছাড়া কমলালেবুর খোসা নিন। ভালো করে দাঁতে ঘষুন। পরে ব্রাশ করে নিন। চারকোল দিয়ে দাঁত ঘষুন। পরিষ্কার হয়ে যাবে। ছবি: সংগৃহীত
-
পান পাতায় সামান্য সরিষার তেল ভালো করে মেখে নিন। এবার প্রদীপের আলোয় পানটাকে সেকে নিন। এই পান ভালো করে দাঁতে ঘষুন। এরপর যে জায়গায় স্পট রয়েছে সে সব জায়গায় টুথপিক দিয়ে একটু ঘষুন। এরপর ব্রাশ করে নিন। ছবি: সংগৃহীত