যেসব কারণে চোখে ছানি পড়তে পারে
বয়স বাড়লেই শুধু নয়, যে কোনো বয়সে আমাদের চোখে ছানি পড়তে পারে। এর বিভিন্ন কারণ রয়েছে। এবার জেনে নিন চোখে ছানির সমস্যা বোঝার সহজ উপায়।
-
ছানি হলো চোখের এক ধরনের রোগ। এ রোগ দেখা দিলে প্রাথমিকভাবে চোখের লেন্স অস্বচ্ছ বা ঘোলা হতে শুরু করে, ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে। ছবি: সংগৃহীত
-
বার্ধক্যজনিত কারণে, শরীরের অন্য অসুখের কারণে, চোখের কোনো অসুখের জটিলতার ফলে ও আঘাতজনিত কারণে আমদের চোখে যে কোনো বয়সে ছানি পড়তে পারে। ছবি: সংগৃহীত
-
চিকিৎসাবিজ্ঞান থেকে জানা যায় ছানির সমস্যা সাধারণত ৪০ বছরের পর দেখা গেলেও আসলে এই রোগ হওয়ার কোনো বয়স নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় সদ্যজাত শিশুরও এই সমস্যা রয়েছে। অপারেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়ে থাকে। ছবি: সংগৃহীত
-
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খুব সহজেই ছানি পড়া রোগ বাসা বাঁধে। এছাড়াও হাই মায়োপিয়ার মতো অসুখেও ছানির সমস্যা দেখা দেয়। ছবি: সংগৃহীত
-
ছানি বা ক্যাটার্যাক্টের ফলে আমাদের লেন্সের বেশ কিছু প্রোটিন (ক্রিস্টালিন)-এর গঠন নষ্ট হতে শুরু করে। এর ফলে এক অস্বচ্ছ আবরণ তৈরি হয়। ছবি: সংগৃহীত
-
বর্তমানে ফেকো, এসআইসিএস, ইসিসিই-এর মতো উন্নতমানের চিকিৎসা দিয়ে অতি সহজেই রোগ নিরাময় এবং দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়। অযতœ না করলে ছানি খুব সহজেই সেরে যায়। ছবি: সংগৃহীত
-
তবে ছানির সমস্যা এড়ানোর জন্য চোখের যত্ন নেওয়া খুব প্রয়োজন। দীর্ঘদিন ডায়াবেটিস বা অন্য কোনো রোগ থাকলে চোখের ডাক্তারের কাছ থেকে নিয়মিত চোখ পরীক্ষা করানো খুব প্রয়োজনীয়। ছবি: সংগৃহীত
-
চোখের জন্য উপকার সেই সব খাবার খাওয়া উচিত। ভিটামিন-এ (ক্যারোটিন সমৃদ্ধ খাবার), ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটো নিউট্রেয়ান্ট রয়েছে এমন খাবার খান। গাজর যেমন চোখের জন্য খুব উপকারী। ছবি: সংগৃহীত
-
যদিও চোখে ঝাপসা দেখা, একটা জিনিস দুটো দেখা, লেন্সের রঙ ঘোলা হয়ে যাওয়া, আলোয় কম দেখার মতো সমস্যা টের পেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত