করোনায় গলাব্যথা দূর করুন ঘরোয়া উপায়ে
করোনায় আক্রান্ত হলে গলাব্যথা হয়। কারও কারও এ ব্যথা অনেকদিন পর্যন্ত থাকে। এবার জেনে নিন করোনায় গলাব্যথা দূর করার ঘরোয়া উপায়।
-
ঋতু বদলে গলাব্যথা খুবই সাধারণ সমস্যা। তবে করোনার কারণে অনেকের ক্ষেত্রেই দীর্ঘদিন গলাব্যথা থাকছে। অনেকদিন ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে। ছবি: সংগৃহীত
-
চিকিৎসকদের পরামর্শমতো ওষুধ তো আছেই। গলাব্যথা সারানোর জন্য অনুসরণ করতে পারেন একাধিক ঘরোয়া উপায়। ছবি: সংগৃহীত
-
মধু এবং গোলমরিচের মিশ্রণ পান করুন। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টোবায়োটিক আছে। গলার সংক্রমণের পাশাপাশি অন্যান্য সংক্রমণ দূর করতেও মধু কার্যকরী। ছবি: সংগৃহীত
-
গলার ব্যথা ও সংক্রমণ সারাতে পান করুন ঘি ও গোল মরিচের গুড়া দিয়ে তৈরি ক্বাত্থ। গলার সংক্রমণ সারিয়ে তোলার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে ভেষজ ক্বাত্থ। ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। ছবি: সংগৃহীত
-
গলার ব্যথা ও সংক্রমণ সারাতে হলুদ-দুধও কার্যকর। এক গ্লাস গরম দুধে মিশিয়ে নিন দুচিমটে হলুদ। রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন এই পানীয়। গলার সংক্রমণ কমানোর পাশাপাশি মজবুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। মুক্তি পাবেন যন্ত্রণা থেকে। ছবি: সংগৃহীত