ডায়াবেটিস রোগীরা কেন রাজমা খাবেন?
ডায়াবেটিসে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। যে কোনো বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে এই রোগে আক্রান্ত হলে নিয়ম মেনে জীবনযাপন করলে তা নিয়ন্ত্রণে থাকে। কিছু কিছু খাবার আছে যা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। এবার জেনে নিন তেমনই একটি খাবার রাজমা সম্পর্কে।
-
ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজে সমৃদ্ধ রাজমায় থাকে প্রচুর পরিমাণ প্রোটিন। যা ওজন কমাতে ও হার মজবুত করতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
যেহেতু স্বাদের দিক থেকেও রাজমা অতি উপাদেয় তাই, ওজন নিয়ন্ত্রণে এটি খুব কার্যকর। পাশাপাশি, হৃদযন্ত্র ভালো রাখতেও সাহায্য করে এটি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন ও হৃদযন্ত্রের সমস্যা বড় বিপদ ডেকে আনতে পারে। ফলে রাজমায় কমে এই ঝুঁকি। ছবি: সংগৃহীত
-
প্রোটিনের পাশাপাশি রাজমায় থাকে প্রচুর ফাইবার। তাছাড়া, রাজমায় যে ধরনের শর্করা থাকে, তার প্রায় শতকরা ৪০ ভাগেরই বিপাক হয় ধীর গতিতে। ফলে এর গ্লাইসেমিক সূচক অত্যন্ত কম, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপযোগী। ছবি: সংগৃহীত
-
রাজমা খেলে পেটের উপকারী ব্যাক্টিরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। উপকারী জীবাণু ও ফাইবারের যৌথ ক্রিয়ায় মল সুগঠিত হয়। ছবি: সংগৃহীত
-
রাজমায় থাকে প্রচুর পরিমাণ অ্যামাইলোজ, যার বিপাক হয় ধীর গতিতে। কাজেই ডায়াবেটিস রোগীরা এটি নিয়মিত খেতে পারেন। ছবি: সংগৃহীত