করোনাভাইরাস কি চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে?
করোনাভাইরাস নতুন করে বিশ্বকে কাঁপাতে শুরু করেছে। এর বিভিন্ন ধরন এখন দেশে দেশে মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। অনেকের মনে প্রশ্ন জাগছে হাত, মুখ ছাড়াও চোখ দিয়ে করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে?
-
আমরা জানি যে কোভিড-১৯ শ্বাসতন্ত্রকে সংক্রামিত করে, যার ফলে ফুসফুসের গুরুতর সংক্রমণ হয়। একই সঙ্গে কাশি বা হাঁচির মাধ্যমে সংক্রামিত ব্যক্তির ড্রপলেট অ্যারোসল কণার মাধ্যমে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। তবে সংক্রমণ যে শুধু ফুসফুসেই হয় এমনটা নয়। আসলে করোনাভাইরাস আমাদের সমস্ত অঙ্গেই প্রভাব ফেলে। তাই সাধারণভাবেই এই প্রশ্ন ওঠে যে চোখের মাধ্যমে কি ভাইরাস শরীরে যেতে পারে? ছবি: সংগৃহীত
-
চোখ দিয়ে করোনা সংক্রমণের বিষয়ে বিশেষজ্ঞদের ভিন্ন মতামত রয়েছে। এখন পর্যন্ত চোখ ভাইরাসের সংস্পর্শে এলে অন্য কারো থেকে সংক্রমণ হতে পারে কি না সে বিষয়ে একেবারে নিশ্চিতভাবে বলা যায় না। তবে চোখের কনজাংটিভা দিয়ে ভাইরাস শরীরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কনজাংটিভা একটি পরিষ্কার টিস্যু যা চোখের সাদা অংশকে ঢেকে রাখে এবং এটি সাধারণ সর্দি ও হারপিস ভাইরাসে সংক্রমিত হতে পারে। তাই করোনাভাইরাসের ক্ষেত্রেও এরকম হয় কি না তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। ছবি: সংগৃহীত
-
চোখ দিয়ে কোভিড-১৯ ভাইরাস শরীরে প্রবেশ করে কি না তা নিশ্চিতভাবে বলা না গেলেও, একবার সংক্রামিত হলে চোখেও করোনাভাইরাসের লক্ষণ দেখা দিতে পারে। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে, কোভিড-১৯-এ আক্রান্ত প্রায় ১ থেকে ৩ শতাংশ মানুষের কনজাংটিভাইটিস হয়েছে, যাকে পিঙ্ক আই-ও বলা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে এটি তখনই ঘটে যখন ভাইরাস কনজাংটিভাকে সংক্রমিত করে। তবে ভাইরাস চোখে কীভাবে প্রভাব ফেলে তা এখনও আলোচনার স্তরে রয়েছে। ছবি: সংগৃহীত
-
কোভিড সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমিত ব্যক্তির কাশি বা হাঁচি থেকে নির্গত ড্রপলেট রয়েছে এমন কোনো জায়গা স্পর্শ করে মুখ বা নাকে স্পর্শ করলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই কারণেই, মুখ স্পর্শ করার আগে বারবার হাত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
করোনাভাইরাস একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা বেশিরভাগ সময়েই শ্বাসতন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে। তাই, নিশ্বাসের মাধ্যমে দূষিত বাতাস শরীরে যাওয়ার ঝুঁকি কমাতে সবসময় মাস্ক পরে থাকাই সবচেয়ে ভালো উপায়। পাশাপাশি মুখ স্পর্শ করার আগে বা খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। হাঁচি-কাশির সময় নাক ও মুখ ঢেকে রাখতে হবে এবং অন্যদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক! ছবি: সংগৃহীত