শীতেও কী সানস্ক্রিন ব্যবহার করবেন?
রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে আমরা বিভিন্ন কোম্পানির সানস্ক্রিন ব্যবহার করি। শীতে রোদের তাপ কম থাকলেও এটি ব্যবহার করতে হবে। জেনে নিন শীতে সানস্ক্রিন ব্যবহার না করলে যেসব ক্ষতি হয়।
-
গরমে অতিবেগুনি রশ্মি বেশি তীব্র হলেও শীতে এর ক্ষতিকর প্রভাব থেকে এড়ানো যায় না। তাই সারাবছরই সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। শুধু বাইরে নয়, বাড়ির ভিতরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার। তাছাড়া এখন সকলেরই স্ক্রিনটাইম অনেক বেড়ে গিয়েছে। বৈদ্যুতিন গ্যাজেট থেকে নির্গত ক্ষতিকর রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতেও প্রয়োজন সানস্ক্রিন। ছবি: সংগৃহীত
-
ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখার জন্য কোলাজেন খুবই গুরুত্বর্পূণ। ত্বকের উপর যা ক্ষতিসাধন হয়েছে, তার মেরামতিতে কোলাজেন প্রয়োজনীয়। এসপিএফ সমৃদ্ধ সিরাম ও ক্রিমের গুণে ত্বক তরতাজা দেখায়। সব মৌসুমে ত্বকের বয়স ধরে রাখতে কোলাজেন, সিরাম এবং সানস্ক্রিন দরকার। ছবি: সংগৃহীত
-
সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যানসারও হতে পারে। তাই শীতেও ব্যবহার করতে হবে সানস্ক্রিন। ছবি: সংগৃহীত
-
শীতে বাতাসে আর্দ্রতা কমে যায়। তাই শীতে ত্বক খুব শুকনো হয়ে পড়ে। ফলে সহজেই ত্বক সংক্রমণ প্রবণ হয়ে ওঠে। বলিরেখা, সূক্ষ্ম দাগ রোধ করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে সানস্ক্রিন। ছবি: সংগৃহীত
-
ত্বকে অত্যধিক মেলানিন উৎপাদন হলে পিগমেন্টেশনের সমস্যা দেখা দেয়। ক্রমাগত সূর্যের আলোয় থাকা, দূষণ ও ধুলোবালির প্রভাবে শীতকালে ত্বক খুবই ক্ষতিগ্রস্ত হয়। সানস্ক্রিনের নিয়মিত ব্যবহারে ত্বকের পিগমেন্টেশন রোধ করা যায়। ছবি: সংগৃহীত