রান্নাঘর সহজে ঝকঝকে করবেন যেভাবে
বাড়িতে রান্নাঘর একটি গুরুত্বপূর্ণ স্থান। রান্নার পরও এখানে জমে থাকে হাজারো কাজ। তাই রান্নাঘর পরিষ্কারের দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবার জেনে নিন যেভাবে রান্নাঘর দ্রুত ঝকঝকে পারিষ্কার করবেন।
-
রান্নার তেল, মসলার দাগ-ছোপে চটচটে হয়ে যায় সুইচবোর্ড, দেওয়াল, ফ্যান, টাইলস এবং সিলিং। ফলে অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে যায় রান্নাঘরের চারদিক। ছবি: সংগৃহীত
-
কিচেন স্ল্যাব, যার উপর গ্যাস বা ইন্ডাকশন ওভেন থাকে, এর উপর ময়লার আস্তরণ পড়ে সবচেয়ে বেশি। স্ল্যাব থেকে নোংরা তোলার সবচেয়ে ভালো উপায় লেবুর রস। রান্নাঘরে যেখানে নোংরা দাগ রয়েছে, তার উপর লেবুর রস মাখিয়ে রাখুন। তারপর কাপড়ের টুকরো সোডাওয়াটারে ভিজিয়ে মুছে নিন। ছবি: সংগৃহীত
-
রান্নাঘরের দেওয়ালেও তেলের ছিটে লাগে। এর উপর চেপে ধরুন টিস্যুপেপার। এবার তার ওপরে গরম তাপ দিন। কিছুক্ষণ ওভাবেই চেপে ধরে থাকুন। গরম তাপে দেওয়ালে তেলের দাগ গলে যাবে। সেটা টিস্যুতে লেগে যাবে। দেওয়াল পরিষ্কার হয়ে উঠবে আবার। ছবি: সংগৃহীত
-
রান্নায় স্বাদের মতো রসুইঘরের চেকনাইও ফিরিয়ে আনে লবণ। তেলের দাগ-ছোপ তুলতে তার উপর লবণ ছড়িয়ে দিন। তেলের দাগ শুষে নেবে লবণ। এরপর ওখানে ভিনিগার ছড়িয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। ছবি: সংগৃহীত
-
ভিনিগারে ভেজানো কাপড় দিয়ে নিয়মিত মুছুন রান্নাঘরের স্ল্যাব ও অন্যান্য চটচটে অংশ। এতেও আপনার রান্নাঘর ঝকঝকে তকতকে থাকবে। ছবি: সংগৃহীত
-
তেলের দাগ তোলার জন্য বেকিং সোডাও আদর্শ। এক কাপ বেকিং সোডা ও এক কাপ গরম পানি মিশিয়ে নিন ভালো করে। একটা স্পঞ্জের টুকরো ওই মিশ্রণে মিশিয়ে রান্নাঘরে তেল-মসলার দাগ-ছোপ মুছে ফেলুন। ছবি: সংগৃহীত