শীতে যে কারণে কমলা খাবেন

প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২১ আপডেট: ১২:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২১

শীতকাল শুরু না হলেও বেশ ঠান্ডা পড়ছে। শীতের অন্যতম ফল কমলালেবু। উজ্জ্বল কমলা রঙের ত্বকের এই ফলটি ছাড়া শীত যেন ভাবাই যায় না। বাড়িতে বসে ব্রেকফাস্টে বা পিকনিকে গিয়ে দুপুরের রোদে বসে খোসা ছাড়াতে ছাড়াতে কমলালেবু খাওয়ার ব্যাপারই আলাদা। তবে শুধু উপভোগের জন্যই নয়। কমলালেবু শীতকালে স্বাস্থ্যের জন্য বেশ উপকারীও।