গভীর রাতে দাঁতেব্যথা হলে দ্রুত কমাবেন যেভাবে
অনেকেরই গভীর রাতে দাঁতের ব্যথা শুরু হয়। এ সময় ভেবে পান না কী করবেন। ফলে রাতের আরামের ঘুম যন্ত্রণায় রূপ নেয়। এবার জেনে নিন মাঝ রাতে দাঁতেব্যথা শুরু হলে দ্রুত কমানোর উপায়।
-
রাতে বা মধ্যরাতে অনেক সময়েই দাঁতে ভীষণ ব্যথা শুরু হয়। তখন চিকিৎসকের কাছে যাওয়ার উপায়ও থাকে না। তখন ঘরের কিছু টোটকাই দাঁতের অসহ্য ব্যথা থেকে মুক্তি দিতে পারে। ছবি: সংগৃহীত
-
রসুনের স্বাস্থ্যগুণ যে অপরিসীম তা সকলেরই জানা। দাঁতের জন্যেও এটি খুব ভালো। দাঁতে জমা হওয়া ব্যাকটেরিয়া দূর করতে রসুন সাহায্য করে। রসুন থেঁতো করে লবণ দিয়ে ব্যথা দাঁতে রাখলে ব্যথা কমে। দাঁতে চিবোলেও ব্যথা কমে। ছবি: সংগৃহীত
-
দাঁতের জন্য লবণ পানিতে কুলকুচি খুবই উপকারী। ইনফেকশন হলে এই টোটকা ব্যবহার করুন। ঘা থাকলে সারিয়ে তুলতে লবণ পানিতে কুলকুচি করতে পারেন। দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যাবশেষ বা টুকরোকে সরাতেও লবণ পানিতে কুলকুচি করতে পারেন। ছবি: সংগৃহীত
-
পেঁয়াজের রস ব্যথা হওয়া দাঁতে লাগাতে পারেন। অথবা কাঁচা পেঁয়াজ ওই দাঁত দিয়ে চিবোলেও উপকার পাবেন। ছবি: সংগৃহীত
-
দাঁতের ব্যথার জন্য লেবুর রস ব্যবহার করতে পারেন টোটকা হিসেবে। ছবি: সংগৃহীত
-
হলুদ অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে পরিচিত। তাই ইনফেকশন বা ব্যথা হলে অনায়াসে লাগাতে পারেন কাঁচা হলুদের রস। অথবা হলুদ বেটে সেই পেস্ট দাঁতের গোড়ায় লাগান। ছবি: সংগৃহীত
-
লবঙ্গ দাঁতের ব্যথার জন্য খুব কার্যকরী। লবঙ্গ তেলে তুলো ভিজিয়ে তা দাঁতের গোড়ায় লাগিয়ে রাখুন। ব্যথার উপশম হবে। ছবি: সংগৃহীত
-
আলুর রস দাঁতের গোড়ায় লাগান। অথবা আলু কুচি নুন মাখিয়ে ব্যথা দাঁত দিয়ে চিবোন। ছবি: সংগৃহীত