অতিরিক্ত আদা খেলে হতে পারে ভয়ংকর বিপদ
আদার অনেক ঔষধী গুণ রয়েছে। শুধু তাই নয়, এটি বিভিন্ন মুখোরোচক খাবার তৈরির জন্যও ব্যবহৃত হয়। তবে বেশি আদা খাওয়া কারো কারো স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। এবার জেনে নিন যাদের জন্য বেশি আদা খাওয়া যাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে।
-
আদার বিভিন্ন রকমের গুণ সম্পর্কে মোটামুটি সকলেই জানেন। রান্নায় আলাদা স্বাদ আনতে যে এর জুড়ি মেলা ভার। আবার সর্দি, কাশি, জ্বর ইত্যাদিতে এক টুকরো আদা খেলেই উপশম পাওয়া যায়। এক কাপ আদা চা শরীরে দ্রুত এনার্জি এনে দেয়। গলা সামান্য খুশখুশ করলে এককাপ আদা চা খেলেই মিটতে পারে সমস্যা। কিন্তু শুধুই কি ভালো দিকই রয়েছে আদার? বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত আদা খেলে কিছু ক্ষতিও হতে পারে। ছবি: সংগৃহীত
-
যখন কোনো বিশেষ ধরনের ওষুধ খাচ্ছেন চিকিৎসকের পরামর্শে তখন আদা বুঝে খান। যারা ডায়াবেটিস ব্লাড প্রেশারের ওষুধ খান, তাদের জন্য আদা বেশ ক্ষতিকর। কারণ, এই দুই অসুখের জন্য যে ওষুধ ব্যবহৃত হয়, তার সঙ্গে আদার রাসায়নিক বিক্রিয়া ঘটলে খারাপ প্রভাব ফেলে। তাই নিয়মিত কোনো ওষুধ খাওয়ার সঙ্গে অতিরিক্ত আদা খাবেন কি না, সেই বিষয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত
-
গর্ভাবতী মহিলাদের আদা না খাওয়াই ভালো। আদায় বেশ কয়েক ধরনের স্টিম্যুলেট রয়েছে যা শরীরের পেশী মজবুত করে। আর সেই জন্যই গর্ভবতী মহিলাদের আদা এড়িয়ে চলতে বলা হয়। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস চিকিৎসকরা আদা খেতে বারণ করেন। ছবি: সংগৃহীত
-
ওজন বৃদ্ধিতে বাধা দেয় আদা। আদা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে যা একদিক দিয়ে ভালো। কিন্তু আন্ডারওয়েট ব্যক্তির জন্য তা ভালো না। যদি কারও ওজন কম হয়, সেক্ষেত্রে আদার খুবই কম খাওয়া উচিত। কারণ, আদায় ফাইবার থাকে প্রচুর পরিমাণে, যা শরীরের পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে। এর ফলে হজমের প্রক্রিয়া খুবই ভালো হয়। কিন্তু অতিরিক্ত মাত্রায় পিএইচ লেভেল বাড়লে ওজন আরও কমতে থাকে। ছবি: সংগৃহীত
-
শরীরে রক্ত চলাচল করতে সাহায্য করে আদা। ফলে, যাদের ওজন বেশি ও ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য আদা উপকারী। কিন্তু, যাদের হিমোফিলিয়া রয়েছে, তাদের জন্য আদা প্রায় বিষের সমান। তাই আদা কতটা খাবেন, সেটা চিকিৎসকের থেকে জেনে নিন আগে। ছবি: সংগৃহীত
-
অতিরিক্ত আদা খেতে বুকে ব্যথাও হতে পারে। তাই আদার যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু অপকারিতাও রয়েছে। অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে ভাবুন। অতিরিক্ত আদা খেতে বুকে ব্যথাও হতে পারে। তাই আদার যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু অপকারিতাও রয়েছে। অতিরিক্ত পরিমাণে খাওয়ার আগে ভাবুন। ছবি: সংগৃহীত