থাইরয়েডের সমস্যা থাকলে যেসব খাবার খাবেন না
আমাদের দেশে থাইরয়েড রোগীর সংখ্যা দিন দিন রাড়ছে। এ রোগে আক্রান্ত হলে অনেক নিয়ম-কানুন মেনে চলতে হয়। এসব নিয়মের মধ্যে রয়েছে কিছু কিছু খাবার না খাওয়া। জেনে নিন সেসব খাবার সম্পর্কে।
-
মুলাতে এমন অনেক পুষ্টি উপাদান পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে থাইরয়েড রোগীদের মুলা খাওয়া এড়িয়ে চলা উচিত। গবেষণায় দেখা গেছে, মুলা থাইরয়েডের উপর থেকে নিয়ন্ত্রণ ব্যাহত করে। ছবি: সংগৃহীত
-
চা বা কফি থাইরয়েড রোগীদের ক্ষতি করতে পারে। এতে ক্যাফিন থাকে এবং ওষুধ খাওয়ার পরে ক্যাফিন সেবন করলে রোগ বাড়তে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে ক্যাফিন আছে এমন খাদ্যের থেকে দূরে থাকা উচিত কারণ, ক্যাফিন থাইরয়েড গ্রন্থি এবং থাইরয়েডের স্তর উভইয়েরই বৃদ্ধিতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
-
হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, সোয়া জাতীয় খাবার আয়োডিন শোষণে বাধা দেয়, যা সমস্যা বাড়িয়ে দিতে পারে। সোয়াবিনে ফাইটোয়েস্ট্রোজেন পাওয়া যায়, যা থাইরয়েড হরমোন প্রস্তুতকারী এনজাইমের কার্যকারিতাকে ব্যাহত করে। ছবি: সংগৃহীত
-
রেড মিটে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল খুব বেশি থাকে। রেড মিট খেলে চর্বি খুব দ্রুত বাড়ে। ছবি: সংগৃহীত
-
থাইরয়েড রোগীদের ফুলকপি খাওয়া উচিত নয়। বাঁধাকপি ও ফুলকপিতে প্রচুর পরিমাণে গয়েট্রোজেন পাওয়া যায়, যা থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে। ছবি: সংগৃহীত