শীতে ত্বক ভালো রাখবে যেসব খাবার
হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এই সময়ে শুষ্ক ত্বকের জন্য বাড়তি যত্ন নেয়া প্রয়োজন। অনেকের ত্বকে শীতকালে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এবার জেনে নিন শীতের সময় ত্বক ভালো রাখতে যেসব খাবার খাবেন।
-
বিভিন্ন বাদামে আছে অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন ই এবং গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। এই উপাদানগুলো আমাদের ত্বককে ভেতর ও বাইরে, দুই দিক থেকেই আর্দ্র রাখে। ছবি: সংগৃহীত
-
নিয়মিত বাদাম খেলে ত্বকের কোষের ক্ষতি সারিয়ে তোলে। ফলে শীতেও ত্বক ফাটে না। ছবি: সংগৃহীত
-
ওমেগা থ্রি-র উৎস হিসেবে মাছ অতুলনীয়। ত্বকের জন্য ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ। তবে রোজই মাছের ঝোল বা ঝাল না খেয়ে মাঝে মাঝে খান গ্রিলড বা বেকড ফিশ-ও। ইনফ্লেমেশন কমিয়ে ত্বককে উজ্জ্বল রাখে মাছের ওমেগা থ্রি। ছবি: সংগৃহীত
-
ভেজেটারিয়ান ও ভেগান ফুড হ্যাবিটে সয়াবিন খুব প্রয়োজনীয়। সয়াবিনে আইসোফ্ল্যাভোনেস থাকে। সেগুলো কোলাজেন উৎপাদন করে। ফলে ত্বকে বলিরেখা পড়ে না। সয়াবিনের বদলে খেতে পারেন টফু বা সয়ামিল্কও। ছবি: সংগৃহীত
-
ডিমে আছে সালফার এবং লাটেইন। এই দুই উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখে। একাধিক রূপে ডিম রাখতে পারেন সকালের নাস্তায়। ছবি: সংগৃহীত
-
ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার জন্য টমেটো ত্বকে বয়সের চাপ পড়তে দেয় না। বয়সের ছাপও পড়ে না ত্বকে। ছবি: সংগৃহীত