যেসব কারণে নিয়মিত হাত ধোবেন
মহামারি করোনার কারণে বিশ্বজুড়ে হাত ধোয়ার গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। তবে শুধু করোনা থেকে বাঁচতেই নয় সুস্থ থাকার জন্য নিয়ম মেনে সারাবছর হাত ধোয়ার অভ্যেস করলে অনেক রোগ থেকে বাঁচা যাবে। এবার জেনে নিন নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যেস যেসব রোগ থেকে দূরে রাখে।
-
খাওয়ার আগে ও পরে হাত ধোয়া আমাদের বরাবরের অভ্যাস। ছোট থেকেই এই সুঅভ্যাস শেখানো হয়। কিন্তু মহামারি যত তীব্র হয়েছে, তত হাত ধোয়ার ব্যাপারে জোর দেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
-
বার বার বলা হয়েছে করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে বলা হয়েছে। ছবি: সংগৃহীত
-
তবে শুধু করোনা নয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, যে কোনো অসুখের ক্ষেত্রেই জীবাণুবাহিত হওয়া অন্যতম মাধ্যম হলো হাত। ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যদি শুধু হাত নিয়মিতভাবে ধুয়ে থাকি, তাহলে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে অন্তত ৩৬ শতাংশ অবধি। ছবি: সংগৃহীত
-
টয়লেট ব্যবহারের পরে, রান্নার আগে, খাওয়ার আগে ও পরে, মুখে হাত দেওয়ার আগে, নাক ঝাড়া বা হাঁচির পরে, বাইরে থেকে ঘুরে বাড়িতে আসার পর ভালো করে হাত ধুতে হবে ২০ সেকেন্ড ধরে। ছবি: সংগৃহীত
-
মহামারির তৃতীয় ঢেউ থেকে রক্ষা হাত ধুয়ে যাওয়ার অভ্যাসকে জড়িয়ে ধরে থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। আক্ষরিক অর্থেই আমাদের ভবিষ্যৎ এখন আমাদের ‘হাতে’। ছবি: সংগৃহীত