যেসব খাবারে চুল দ্রুত লম্বা হয়
অনেকেই চুল নিয়ে বেশ সমস্যায় রয়েছেন। কারো কারো চুল খুব একটা বাড়ে না। এজন্য বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেও উপকার পাচ্ছেন না। তারা জেনে নিন যেসব খাবার খেলে চুল দ্রুত বাড়বে।
-
অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী। এতে থাকা বিভিন্ন পদার্থ চুলের ত্বকের মৃত কোষ ও হেয়ার ফলিকলসকে সারিয়ে তোলে। ফলে চুল দ্রুত বৃদ্ধি পায়। চুলে লাগানোর পাশাপাশি অ্যালোভেরার রস নিয়মিত পানও করতে হবে। ছবি: সংগৃহীত
-
প্রোটিন, ভিটামিন, মিনারেলে ভরা আমন্ড চুলের বৃদ্ধির জন্য বেশ কার্যকরী। আমন্ডের ভিটামিন-ই বৃদ্ধি করে কেরাটিন উৎপাদন। কলায় থাকা ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিড চুলের পুষ্টি জোগায়। দুধের সঙ্গে মিশিয়ে আমন্ড ও কলার স্মুদি বানিয়ে ফেলুন। সঙ্গে মেশান বাদাম, এলাচের গুঁডা ও মধু। চুলের জন্য এই পানীয় খুব উপকারী। ছবি: সংগৃহীত
-
ডায়েটে রাখুন ডিম, চিকেন, দুধ, চিজ, টক দইয়ের মতো খাবার। প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েটে চুলের স্বাস্থ্য বজায় থাকে। ছবি: সংগৃহীত
-
পানিতে বার্লি ফুটিয়ে লবণ মিশিয়ে নিন। আধঘণ্টা পর তাতে লেবু ও মধু মিশিয়ে নিন। বার্লির আয়রন ও কপার হেয়ার ফলিকলকে মজবুত করে। ছবি: সংগৃহীত
-
মেথির দানায় আছে ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটমিন কে, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। তাছাড়া মেথিতে আছে প্রোটিনও। এই সব উপাদানই চুলের জন্য বেশ উপকারী। রাতভর ভিজিয়ে রাখুন এক চামচ মেথিদানা। সকালে উঠে পান করুন ওই মিশ্রণ। বজায় থাকবে চুলের উজ্জ্বলতা। ছবি: সংগৃহীত