স্টিলের থালাবাসন থেকে যেভাবে সহজে গন্ধ দূর করবেন
ডিম ভাজা বা রান্না করার পর অনেক সময় বাসন থেকে আঁশটে গন্ধ বের হয়। এ গন্ধে কারো কারো বমি হওয়ার উপক্রম হয়। এবার জেনে নিন খুব সহজে স্টিলের থালাবাসন থেকে আঁশটে গন্ধ দূর করবেন যেভাবে।
-
অনেক সময় স্টিলের গ্লাস ভালো করে পরিষ্কার করা না হলে গন্ধ রয়ে যায়। পানি খাওয়ার সময় আঁশটে গন্ধে গা যেন গুলিয়ে ওঠে। এ গন্ধ শুধু বাসন মাজার সাবান দিয়ে দূর হবে না। ছবি: সংগৃহীত
-
গ্লাস বা স্টিলের অন্য বাসন থেকে কটু গন্ধ দূর করতে বেসন বেশ কার্যকর। গন্ধযুক্ত বাসন কিছুটা পানিতে ভিজিয়ে বেশ কিছুটা বেসন মাখিয়ে রাখুন। মিনিট পাঁচেক সেভাবেই রাখুন বাসন। এবার ভালো করে ধুয়ে নিন। রান্নার সব গন্ধ টেনে নিয়ে বাসনে রয়ে যাবে বেসনের মেটে গন্ধ। ছবি: সংগৃহীত
-
সব রান্নাঘরেই থাকে বেকিং সোডা। একটা বড় পাত্রে কিছুটা বেকিং সোডা পানি মিশিয়ে নিন। তারপর সেই পানিতে চুবিয়ে রাখুন এঁটো বাসনপত্র। এরপর বাসন মাজার সাবান দিয়ে যেমন মাজেন, সেরকম মেজে নিন। ছবি: সংগৃহীত
-
ভিনিগারে লেবু মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। তারপর তাতে বাসন মিশিয়ে রাখুন কিছুক্ষণের জন্য। তারপর সাবান দিয়ে বাসন ধুয়ে নিন। কটু গন্ধের বদলে বাসনে পাবেন মিষ্টি সুবাস। ছবি: সংগৃহীত
-
পানিতে ভেজানো কফি পাউডার ছড়িয়ে দিন বাসনের উপর। তারপর ভালো করে ঘষে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
সমস্যামুক্তির বিভিন্ন উপায় রান্নাঘরেই থাকে। কিন্তু এসব টোটকা অনুসরণ করতে গিয়ে দেখবেন যেন অ্যাসিডজাতীয় জিনিস বেশি বাসনে দেওয়া না হয়ে যায়। তা হলে কিন্তু বাসনের স্বাভাবিক পালিশ নষ্ট হয়ে যাবে। ছবি: সংগৃহীত