নরম চুল পেতে ভাতের মাড়ের ব্যবহার
অনেকের মাথার চুল শক্ত থাকে। তাই কারো কারো চুল ভেঙ্গে যায়। এ কারণে অনেকে চুল নরম করার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরোয়া উপায় ভাতের মাড় ব্যবহার করে তুলতুলে নরম চুল পাওয়া যায়। জেনে নিন চুলে ভাতের মাড়ের ব্যবহার পদ্ধতি।
-
আমরা প্রায় সবাই কমবেশি জানি ভাতের মাড় অত্যন্ত পুষ্টিকর। ভাতে মাড় বসে গেলে যেমন ভাত দলা হয়ে যায়, সেটি খেলে শরীরে মেদ হওয়ারও সম্ভাবনা প্রবল। কিন্তু এই মাড়ই চুলের জন্য দারুণ উপকারী। চুলের যত্নে ভাতের মাড় কাজে লাগিয়ে নরম তুলতুলে করে তুলুন। ছবি: সংগৃহীত
-
ভাতের মাড়ে পানি মিশিয়ে খানিকটা পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে মিনিট তিনেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলায় এই পদ্ধতি খুবই কার্যকর। এ ছাড়া চুল গোড়া থেকে মজবুত করতে আর চকচকে করতে সাহায্য করে এই পদ্ধতি। ছবি: সংগৃহীত
-
ভাতের মাড় ঘরোয়া কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। এতে চুল উজ্জ্বল ও নরম হবে খুব তাড়াতাড়ি। ছবি: সংগৃহীত
-
ত্বকের জন্যও ভাতের মাড় দারুণ উপকারী। পোড়া কালচে ভাব, শুকনো চামড়ার উপর ভাতের মাড় ঠান্ডা করে লাগালে কিন্তু উপকার পাবেন। ছবি: সংগৃহীত