যেসব কারণে মাঝরাতে গলা শুকিয়ে যায়
অনেকেরই মাঝরাতে বার বার গলা শুকিয়ে যায়। এমন হলে স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। এবার জেনে নিন যেসব কারণে মাঝরাতে গলা শুকিয়ে যায়।
-
বেশি পরিমাণে পানি খেয়ে ঘুমালেও, মাঝরাতে বার বার গলা শুকিয়ে কাঠ হচ্ছে। বার বার উঠে পানি খেতে গিয়ে তাই ঘুম হচ্ছে না। গলা শুকিয়ে যাওয়া বিভিন্ন বড় রোগের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। রোজই যদি এমন হতে থাকে, তা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: সংগৃহীত
-
রাতে গলা শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ হলো অবসাদ। যারা অবসাদে ভোগেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। শুরুতেই চিকিৎসকের কাছে যান। ছবি: সংগৃহীত
-
সেপসিস-এর মতো ভয়ানক মারণ রোগেরও উপসর্গ এটি। বিভিন্ন ধরনের জীবাণু থেকে শরীরে ইনফেকশন হলে এই উপসর্গ দেখা যায়। তাই ফেলে রাখবেন না। ছবি: সংগৃহীত
-
গলা শুকিয়ে যাওয়া ডায়াবেটিসের একটি অন্যতম উপসর্গ। অতিরিক্ত পরিমাণে মূত্রের জেরে শরীরে পানির পরিমাণ কমতে থাকে। ফলে গলা শুকায় তাড়াতাড়ি। ছবি: সংগৃহীত
-
ডিহাইড্রেশন এর অন্যতম উপসর্গ কলা শুকিয়ে যাওয়া। শরীরে যখন পানি মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরে ডিহাইড্রেশন হতে পারে। ছবি: সংগৃহীত
-
প্রেশার যাদের হাই তাদের অতিরিক্ত ঘাম হওয়ায় শরীরে পানির মাত্রা ঠিক থাকে না। তাই যথেষ্ট পানি না খেলে এই সমস্যা বড় আকার নিতে পারে। ছবি: সংগৃহীত
-
এছাড়া ফুসফুসে সমস্যা হলে বা সর্দি জমতে থাকলেও প্রায়ই গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাতে। ছবি: সংগৃহীত
-
হার্ট, কিডনি অথবা লিভার জনিত সমস্যা থাকলেও গলা শুকিয়ে যায়। ছবি: সংগৃহীত