পেট ভালো রাখতে যেসব খাবার খাবেন
অনেকের সারাবছর পেটের সমস্যা লেগেই থাকে। আবার কারো কারো কিছু কিছু খাবার খেলেই পেটের সমস্যা দেখা দেয়। এবার জেনে নিন পেটের সুস্থতার জন্য যেসব খাবার খাবেন না।
-
সামুদ্রিক খাবার ও কম রান্না করা মাংস আমাদের অনেকেরই প্রিয়। হজমশক্তি যাদের দুর্বল তাদের কিন্তু এই খাবার থেকে দূরে থাকাই ভালো। ছবি: সংগৃহীত
-
বাজার থেকে কেনা ফল ও শাকসব্জি অবশ্যই ভালো করে ধুয়ে তার পর খাবেন। পথ-ঘাটের ধুলোবালি তো বটেই। কীটনাশক ও সারের উপস্থিতিও আপনার হজমের গণ্ডগোলের কারণ হতে পারে। ছবি: সংগৃহীত
-
কমিয়ে দিন চা ও কফিপানের পরিমাণও। অতিরিক্ত ক্যাফেইন পরিপাকক্রিয়া ব্যাহত করে। সকাল-বিকেল ছাড়া দিনের অন্য সময় অতিরিক্ত চা কফি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে হজমশক্তিকে ভালো রাখার জন্য। ছবি: সংগৃহীত
-
প্রত্যেক মশলারই গুণ আছে। কিন্তু রান্নায় অতিরিক্ত মশলা বা খুব কষিয়ে রান্না করা খাবার পরিপাকক্রিয়ার পক্ষে ক্ষতিকর। ছবি: সংগৃহীত
-
মশলাদার খাবার বেশি খেলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে। তাই হাল্কা খাবার খান। পরিমিত খাবার খান। সুস্থ রাখুন হজম প্রক্রিয়া। ছবি: সংগৃহীত