চোখের নিচের কালো দাগ দূর করার সহজ উপায়
চোখ আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। শুধু তাই নয়, চোখ সৌন্দর্যের একটি বিশেষ অংশ। সামনা সামনি কথা বলার সময়ে চোখের দিকেই নজর সবার আগে আসে। কিন্তু চোখের নিচে যদি কালো দাগ হলে, তা শুধুমাত্র চোখের জন্যই খারাপ নয়, ত্বকে কালো ছোপ দীর্ঘস্থায়ী হওয়া ক্ষতিকরও। জেনে নিন চোখের নিচের কালো দাগ দূর করার সহজ ঘরোয়া উপায়।
-
কম-বেশি সকলেরই জানা শসা চোখের নিচের কালো দাগ দূর করে। শসা কুঁচিয়ে তার সঙ্গে দই মিশিয়ে প্যাক তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। এরপর এই প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে সেই অংশে আমন্ড কিংবা নারকেল তেল দিন। ছবি: সংগৃহীত
-
কফি দিয়ে আজকাল বিভিন্ন ধরনের বিউটি প্রডাক্টস বাজারেই পাওয়া যায়, শপিং মলে বা কোনো কফিশপে কফি বিন কিনতেও পাওয়া যায়। এক চামচ কফিবিন গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো কোকো পাউডার ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে চোখের নিচসহ পুরো মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ শুকনো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ছবি: সংগৃহীত
-
টি-ব্যাগ ব্যবহার করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর তা চোখ বন্ধ করে ১০মিনিট চোখের উপর রেখে দিন। নিয়মিত ব্যবহার করলেই দূর হবে চোখের নিচের কালো দাগ। ছবি: সংগৃহীত
-
চোখের কালো দাগ দূর করতে দই উপকারী। দইয়ের মধ্যে থাকা হাইড্রক্সি অ্যাসিড নতুন কোষ তৈরির হার বৃদ্ধি করে। দই, মধু আর গোলাপ জলের প্যাক চোখের নিচে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত
-
ত্বকের যত্নের জন্য কাঁচা হলুদ সব সময় উপকারি। কাঁচা হলুদের সঙ্গে নারকেল তেল আর আমন্ড তেল মিশিয়ে চোখের নিচে ভালোভাবে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ছবি: সংগৃহীত