যেসব প্রাকৃতিক উপায়ে সহজে মশা তাড়াবেন
বর্ষাকালে মশার বংশ বৃদ্ধি পায়। এই সময়ে মশার কামড়ে ডেঙ্গুর প্রকোপও দেখা দেয়। মশা থেকে রক্ষা পেতে জেনে নিন যেসব প্রাকৃতিক উপায়ে সহজে মশা তাড়াবেন।
-
মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিমের তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিমের তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। ছবি: সংগৃহীত
-
নিমের মতো কার্যকরী তুলসি গাছ। শোয়ার ঘরের জানালার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে না মশা ঢুকবে না। আপানর ঘুম হবে শান্তির। ছবি: সংগৃহীত
-
মশা দূরে রাখার জন্য অন্যতম কার্যকরী উপায় লেবু ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবে না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন। ছবি: সংগৃহীত
-
মশা মারার আরেকটি প্রাকৃতিক উপায় হলো ধূপ ও কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান। ছবি: সংগৃহীত
-
রসুন থেকে একশ হাত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার এই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা দূর হয়ে যাবে। ছবি: সংগৃহীত