বর্ষায় মশা থেকে বাঁচতে বাড়িতে যেসব গাছ লাগাবেন
বর্ষাকালে মশার যন্ত্রণা বেড়ে যায়। এই সময়ে মশার বংশবৃদ্ধি বেশি হয়। বর্ষাকালে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়ার মতো রোগের বিস্তার ঘটে। তাই মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে লাগান এই ৫টি গাছ।
-
গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যে কোনো পোকা-মাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকা-মাকড়। ছবি: সংগৃহীত
-
তুলসির একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ আছে। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকমাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসি গাছ লাগান। ছবি: সংগৃহীত
-
লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগাতে পারেন। ছবি: সংগৃহীত
-
বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। ছবি: সংগৃহীত
-
ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রেশনার ছড়িয়ে দিন। এতেও মশার উপদ্রব কমবে। ছবি: সংগৃহীত