শুধু লেবু নয়, পাতায়ও আছে উপকারিতা
শুধু লেবু নয়, লেবুর পাতাতেও রয়েছে অনেক ভেষজ গুণ। প্রাচীনকাল থেকেই লেবু এবং এর পাতা ভেষজ চিকিৎসার কাজে ব্যবহৃত হয়ে আসছে।
-
খাবার সুস্বাদু করার পাশাপাশি লেবু খুবই স্বাস্থ্যকর। লেবুর ঘ্রাণ যে কোনো খাবারে আলাদা করে স্বাদ এনে দেয়। যে কোনো খাবারই লেবুর গুণে সুস্বাদু হয়ে ওঠে। ছবি: সংগৃহীত
-
লেবুতে ভিটামিন সি থাকায় তা ইমিউনিটি বাড়াতে সক্ষম। শুধুমাত্র লেবুই নয় লেবুর পাতাতে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির গুণাগুণ রয়েছে। ছবি: সংগৃহীত
-
বমি করার প্রবণতা থাকলে, এই সমস্যা থেকে মুক্তি পেতে কাছে রাখতে পারেন লেবুর পাতা। এর ঘ্রাণে বমিভাব কেটে যাবে। ছবি: সংগৃহীত
-
লেবুর পাতার রস খেলেও শরীরের বাড়তি ওজন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। ছবি: সংগৃহীত
-
দাঁতে কালচে ছোপ দূর করতে লেবুর পাতার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজতে পারেন। ছবি: সংগৃহীত
-
দিনের বেলা কাজের কারণে মাথা ব্যথার সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়, লেবুর পাতার রস শুকিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ছবি: সংগৃহীত
-
খালি পেটে প্রতিদিন সকালে এক চামচ লেবু পাতার রস এবং এক চামচ জলপাইয়ের রস খেলে পেটের পাথরের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ছবি: সংগৃহীত
-
বাচ্চাদের পেটের কৃমির সমস্যা থাকলে ১০ গ্রাম লেবুর পাতার রসের সঙ্গে ১০ গ্রাম মধুর মিশ্রণ খেলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে পেটের কৃমি থেকে মুক্তি পেতে পারে। ছবি: সংগৃহীত