গরমে ট্যালকম পাউডার ব্যবহারে যেসব মারাত্মক ক্ষতি হতে পারে
গরমে ট্যালকম পাউডার ব্যবহার করা আমাদের দেশের মানুষের দীর্ঘদিনের অভ্যাস। অনেকেই গরমে এ পাউডার ব্যবহার করা পছন্দ করেন। তবে ট্যালকম পাউডার ব্যবহার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়।
-
প্রচণ্ড গরমে দিশেহারা অবস্থা। গরম থেকে বাঁচতে মানুষ কী করবেন, আর কী করবেন না তা ভেবে পাচ্ছেন না। গরমে ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচতে পাউডার ব্যবহার করছেন কেউ কেউ। ছবি: সংগৃহীত
-
কিন্তু অনেকেই জানেন না, পাউডার থেকে কী মারাত্মক ক্ষতিসাধন হতে পারে আমাদের শরীরে। এমনকি এর থেকে ক্যান্সারও হতে পারে। এই পাউডারে রয়েছে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ। এই অ্যাসবেসটস থেকেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ছবি: সংগৃহীত
-
পাউডারের সঙ্গে ওভারিয়ান ক্যান্সারের সরাসরি যোগ রয়েছে। বেশিরভাগ নামি ব্র্যান্ডের পাউডারে প্রচুর মাত্রায় স্টার্চ থাকে। যা শরীরে বিভিন্ন অংশ জমতে জমতে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
-
গবেষণা বলছে, পাউডারের যে ছোট ছোট উপাদান আমরা নাক-মুখের মধ্যে দিয়ে শরীরের ভিতরে গ্রহণ করি তা মারাত্মক ক্ষতিকর। এগুলো কার্সিনোজেনিক। ওভারিয়ান এবং লাং ক্যান্সার হতে পারে এর থেকে । ছবি: সংগৃহীত
-
ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনও বলছে ট্যাল্কে উপস্থিত অ্যাসবেসটস আমাদের শরীরে ঢুকে ইনফ্লামেশন তৈরি করে। যার ফলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। অ্যাসবেসটস মুক্ত কোনো ট্যাল্ক ব্যবহার করলে এই ভয় থাকে না। ছবি: সংগৃহীত
-
অনেক নারী আছেন, যারা জেনিটাল পার্টে পাউডার দেন। অনেকের ধারণা পাউডার যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি দুর্গন্ধ দূর করে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। সংক্রমণ রোধে পাউডারের বিশেষ ভূমিকা নেই। বরং এটা দেখা গিয়েছে, যে মহিলারা গোপনাঙ্গে পাউডার ব্যবহার করেন তাদের ৪৪ শতাংশই ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ছবি: সংগৃহীত
-
শুধু তাই নয়, গবেষণাায় দেখা গিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে পাউডার ব্যবহার করাও একেবারেই সুরক্ষিত নয়। এ ক্ষেত্রে অনেকের মধ্যে মারাত্মক শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে পরবর্তীকালে। ছবি: সংগৃহীত