ত্বকের যত্ন নিতে সহজ উপায়ে তৈরি করুন তিলের ফেসিয়াল
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৯ মে ২০২১
আপডেট: ১১:৫৯ এএম, ২৯ মে ২০২১
আমরা ত্বকের যত্নের ব্যাপারে অনেকেই গুরুত্ব দেই না। অনেকে মনে করেন এতে অনেক সময় প্রয়োজন। তবে এ বিষয়ে সবার নজর দেয়া উচিত। খুব সহজেই ত্বকের যত্ন নেয়া যায়। এবার জেনে নিন ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে কালো তিলের ফেসিয়াল তৈরির উপায়।
-
কালো তিলের ফেসিয়াল ত্বক সজীব ও উজ্জ্বল রাখতে বেশ কার্যকরী। এজন্য তিল দিয়ে ফেসিয়াল প্যাক বানাতে হবে। ছবি: সংগৃহীত
-
ত্বককে উজ্জ্বল করতে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টি, ভিটামিন, মিনারেল, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক। এই কালো তিলের ফেসিয়ালে রয়েছে এসব পুষ্টি। ছবি: সংগৃহীত
-
কালো তিলে ফেসিয়াল প্যাকটি বানাতে দু চামচ কালো তিল, পরিমাণ মতো গোলাপজল ও হলুদ পেস্ট করে নিন। মুখে মেখে স্ক্রাবিং করুন। রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। ছবি: সংগৃহীত
-
এরপর পানিতে ধুয়ে ফেলে অ্যালোভেরা জেল মেখে নিন। ছবি: সংগৃহীত