করোনা না হলেও কি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন?
ব্ল্যাক ফাঙ্গাস নামের নতুন রোগের ভয়ে এখন আতঙ্কিত সবাই। বাংলাদেশেও এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। জেনে নিন করোনা না হলেও কী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে?
-
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ ক্রমাগত বেড়েই চলেছে। সাধারণত যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের দেহেই এই ছত্রাকের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
-
এই পরিস্থিতিতে অনেকের মনেই একটাই প্রশ্ন করোনা না হলেও কী মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন? একজন সুস্থ মানুষের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার ভয় কতটা? এ বিষয়ে জানিয়েছেন ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত
-
ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একবারও করোনা সংক্রমণ হয়নি এমন ব্যক্তিও এই রোগে আক্রান্ত হতে পারেন। সম্ভাবনা বেশি থাকছে হাই ব্ল্যাড সুগারের রোগীদের ক্ষেত্রে। তাই খুব উচ্চ মাত্রায় ডায়াবেটিস যাদের রয়েছে, তারা এখনই সাবধান হয়ে যান, এমনটাই বলছেন ভারত সরকারের স্বাস্থ্য বিভাগের সদস্য ভিকে পাল। ছবি: সংগৃহীত
-
ভিকে পাল জানাচ্ছেন, ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণে ৭০০-৮০০ পর্যন্ত হয়ে যেতে পারে রক্তে চিনির পরিমাণ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ডায়াবেটিক কিটোয়াসাইডোসিস। ছবি: সংগৃহীত
-
এ ছাড়াও কারো নিউমোনিয়া হয়ে থাকলে তার ক্ষেত্রে এই ছত্রাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের অধিকারী মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। অযথা দুশ্চিন্তা করবে না। ছবি: সংগৃহীত