ভারতের নতুন আতঙ্ক ‘ব্লাক ফাঙ্গাস’
ভারতে করোনাভাইরাসের পর এবার নতুন আতঙ্ক ‘ব্লাক ফাঙ্গাস’। করোনায় আক্রান্তদের মধ্যে বাড়ছে এই রোগ। জেনে নিন ব্লাক ফাঙ্গাসের লক্ষণ সম্পর্কে।
-
নাক বন্ধ হয়ে আসা, নাক থেকে চাপা রক্তের মতো কালো পুঁজ বের হওয়া, চোয়ালে ব্যথা, নাকের উপর কালচে দাগের মতো বেশ কয়েকটি লক্ষণ রয়েছে ব্লাক ফাঙ্গাস রোগের। ছবি: সংগৃহীত
-
এই রোগের সঙ্গে লড়াই করার জন্য কী করা উচিৎ বা কী নয়, তার একটা তালিকা দেয়া হয়েছে। সেগুলো হলো হাইপারগ্লাইসেমিয়া নিয়ন্ত্রণ করতে হবে। পুঁজ বেরনোর পর রক্তে গ্লুকোজের মাত্রা মাপতে হবে। সঠিক পদ্ধতিতে, সঠিক পরিমাণে এবং যথাযথ সময়ে স্টেরয়েড নিতে হবে। ছবি: সংগৃহীত
-
প্রয়োজনে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ওষুধ অবশ্যই খেতে হবে। ছবি: সংগৃহীত
-
ব্লাক ফাঙ্গাসের রোগের লক্ষণগুলো অবহেলা করা একেবারেই চলবে না। নাকে কালচে দাগ দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চিকিৎসা শুরু করতে দেরি করা যাবে না। ফাঙ্গাস শরীরে রয়েছে কী না, তা বুঝতে শারীরিক পরীক্ষা করানোর অবশ্যই প্রয়োজন রয়েছে। ছবি: সংগৃহীত