ঘরোয়া উপায়ে সহজে মশা তাড়াবেন যেভাবে
অফিস কিংবা বাড়ি সব জায়গাতেই মশার যন্ত্রণায় অতিষ্ট মানুষ। মশার কামড়ে অনেক রোগ হয়। তাই জেনে নিন ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর উপায়।
-
শীতকালেও খুব একটা কম থাকে না। তবে গরমে মশার জ্বালায় বসার উপায় থাকে না। আর এর ফলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ দেখা দেয়। তাই রোগ থেকে দূরে থাকতে বাড়ি থেকে মশাকে তাড়ান। কিন্তু মশার ধূপ বা লিক্যুইট মশা তাড়ানোর ওষুধে অনেকের শ্বাস কষ্ট হয়, গন্ধে অসুবিধে হয়। তাই বেছে নিন সহজ ঘরোয়া উপায়। ছবি: সংগৃহীত
-
রসুন তেল ছড়িয়ে দিন বাড়িতে। সহজেই বানান এই তেল। কয়েক কোয়া রসুন নিয়ে জলে ভালো করে ফুটিয়ে নিন। তারপর সেই পানি একটি স্প্রে বোতলে নিয়ে ভালো করে ঘরের কোণায় ছড়িয়ে দিন। রসুনের গন্ধে মশা আসবে না ঘরে। ছবি: সংগৃহীত
-
নারিকেল তেলের সঙ্গে নিম পাতার রস মিশিয়ে ভালো করে গায়ে মেখে নিন। এতে আট থেকে দশ ঘণ্টা মশা শরীরে বসবে না। ছবি: সংগৃহীত
-
বাসন ধোয়া সাবান পানি ফেলে না দিয়ে, তাতে একটু স্রাফ বা সাবান ঢেলে ফেনা তৈরি করে ঘরের এক কোণে রাখুন। দেখবেন মশা থাকবে না। তবে রোজ এই পানি পাল্টাতে হবে। এছাড়া ঘরে কর্পুর জ্বালান। মশার কয়েলের থেকে বেশি কাজে আসবে। ছবি: সংগৃহীত
-
এছাড়া একটা পাতি লেবু দুভাগ করে কাটুন। তার মধ্যে দুটো লবঙ্গ পুঁতে দিয়ে ঘরের এক কোণে রাখুন। লেবু ও লবঙ্গের গন্ধে মশা দূও হবে। ছবি: সংগৃহীত