দাঁতের ব্যথা সহজে দূর করার ঘরোয়া উপায়
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ০৪:০৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২১
শীত এলে অনেককেই দাঁতের ব্যথায় কাবু হতে হয়। খেতে হয় বিভিন্ন রকম ব্যথানাশক ওষুধ। তবে ওষুধ ছাড়াও দাঁতের ব্যথা দূর করা যায়।
-
একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে, ব্রাশের সাহায্যে এই মিশ্রণ আক্রান্ত স্থানে লাগান। দিনে তিনবার এমনটা করলে অনেকটা আরাম পাবেন। লবঙ্গে রয়েছে ইউজিনল যা দাঁতের ব্যথা সহজেই কমায়। ছবি: সংগৃহীত
-
নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সমক্রমণ রোধ করে। ছবি: সংগৃহীত
-
এক টুকরো আদা কেটে, যে দাঁতে ব্যথা সেই দাঁত দিয়ে হালকা করে চিবাতে থাকুন। কিছুক্ষণের মাঝেই ব্যথা গায়েব। ছবি: সংগৃহীত
-
এক কোয়া রসুন থেঁতো করে যে দাঁতে ব্যথা, সেই দাঁতের ওপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু লবণও মিশিয়ে নিতে পারেন। ছবি: সংগৃহীত