ক্রিসমাসে প্লাম কেক ও মালড ওয়াইন যে কারণে খাওয়া হয়
প্রতিবছর ক্রিসমাস এলেই খাওয়া হয় প্লাম কেক, মালড ওয়াইন। অনেকেই জানাতে চার এসব কেন খাওয়া হয়। জেনে নিন এ সম্পর্কে।
-
ক্রিসমাসে জিঙ্গল বেল-এর সঙ্গে টার্কি রোস্ট, কেক বেক-এর সুগন্ধ পাওয়া যায়। উপচে পড়া মালড ওয়াইন-এগুলো ছাড়া যে ক্রিসমাস অসম্পূর্ণ।
-
ড্রাই ফ্রুটস প্রায় ১ মাস ধরে ভিজিয়ে রাখা হয় অ্যালকোহলে। সেই ড্রাই ফ্রুটস দিয়েই তৈরি করা হয় ক্রিসমাসের স্পেশাল প্লাম কেক।
-
ব্রিটেন, আয়ারল্যান্ডের মতো দেশে খাওয়া হয় স্পেশাল ক্রিসমাস পুডিং। যাকে বলা হয় প্লাম পুডিং। যদিও এই পুডিং-এ প্লাম থাকে না। আসলে এই রেসিপি ভিক্টোরিয়ান যুদের আগের। যেই সময় কিসমিসকে বলা হত প্লাম।
-
আদার রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুণ। ক্রিসমাসের সময় ঠান্ডা থাকে, তাই জিঞ্জার কুকিজ, জিঞ্জার ব্রেড, জিঞ্জার ওয়াইন খাওয়া হয় ব্রিটেন আয়ারল্যান্ডে।
-
লাল-সাদায় তৈরি ক্যান্ডি কেন যেমন বাচ্চাদের অন্যতম প্রিয়, তেমনই ক্রিসমাস ডেকরেশনেও ব্যবহার করা হয় ক্যান্ডি কেন।
-
আমেরিকা, কানাডার মতো দেশে ক্রিসমাসে ডিম, মিল্ক ক্রিম দিয়ে তৈরি চিলড ড্রিঙ্ক খাওয়া হয়। ঠান্ডা কাটাতে মেশানো হয় ব্র্যান্ডি বা রাম।
-
ঠান্ডা কাটাতে ক্রিসমাসের সবচেয়ে জনপ্রিয় বেভারেজ মালড ওয়াইন। রেড ওয়াইনের মধ্যে দারুচিনি, স্টার আনিজ, নাটমেগ দিয়ে তৈরি হয় এই অ্যালকোহলিক বেভারেজ।
-
ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ডে তৈরি করা হয় ইয়ুল লগ কেক। গাছের গুঁড়ির মতো দেখতে এই স্পঞ্জ কেকের রয়েছে বিশেষ গুরুত্ব।