স্তন ক্যান্সার নিয়ে যেসব ভুল ধারণা রয়েছে
আমাদের দেশে স্তন ক্যান্সার নিয়ে রয়েছে অসংখ্য ভুল ধারণা। তাই কোনটা ঠিক আর কোনটা নয়, জেনে নিন সে সম্পর্কে।
-
স্তন ক্যান্সার হলেই লাম্প দেখা যায়: স্তনে কোনো লাম্প দেখা দিয়েছে মানেই সেটা যে ক্যানসার, তা কিন্তু নয়। ক্যানসারের প্রথম স্টেজে কোনও লাম্প হয় না এবং অনেক ক্ষেত্রেই রোগী কোনো লাম্প অনুভব করতে পারেন না।
-
পারিবারিক ইতিহাস: অনেকে ভাবেন তাদের পরিবারে যদি কারও কোনো দিন স্তন ক্যান্সার না হয়ে থাকে, তা হলে তিনি এই রোগের করাল গ্রাস থেকে মুক্ত। কিন্তু বংশে কারোর স্তন ক্যান্সারের ইতিহাস নেই এরকম পরিবারের মহিলারাও কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছেন।
-
স্তন ইমপ্ল্যান্ট করলে ক্যানসারের ঝুঁকি বেশি: যারা ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছেন, তাদেরই এই রোগের ঝুঁকি বেশি তা একেবারেই নয়। তবে যদি ইমপ্ল্যান্ট করা থাকে তা হলে ম্যামোগ্রামের ফল পড়তে অসুবিধা হয়।
-
তার দেওয়া (টহফবৎ-রিৎব) অন্তর্বাস পরলে ক্যানসার হয়: এখন পর্যন্ত এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ পাওয়া যায়নি।
-
অ্যান্টি পার্সপিরেন্ট, চুল রঙ করার ডাই বা সেল ফোন ব্যবহার করলে এই রোগ হয়: অনেকেই এগুলো ব্যবহার করেন আর এগুলো ব্যবহার করলেই যে ক্যানসার হবে- এরকম কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি।
-
অল্প বয়সী মহিলাদের স্তন ক্যানসার হয় না: এই তথ্যেরও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যদিও বেশিরভাগ মহিলা, যারা এই রোগে আক্রান্ত, তাদের বয়স ৪০-এর উপরে। তবে তার মানে এই নয় যে এর চেয়ে কম বয়সে স্তন ক্যানসার হতে পারে না।
-
পুরুষদের স্তনে ক্যানসার হয় না: শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। সিডিসি বলছে প্রতি বছর আমেরিকায় ২০০০জন পুরুষ এই রোগে আক্রান্ত হন।
-
আকারে ছোট স্তন যাদের, তাদের এই রোগ হয় না: সত্যি বলতে কী, স্তনের আকার বা আকৃতির সঙ্গে স্তন ক্যানসার হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা যে কোনো আকারের স্তনেই হতে পারে।