রান্নাঘর তেল চিটচিটে? সহজে পরিষ্কার করবেন যেভাবে
রান্নাঘর প্রতিদিন পরিষ্কার করতে হয়। কেউ কেউ এটাকে অনেক ঝামেলার কাজ মনে করেন। জেনে নিন সহজ উপায়ে তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করবেন যেভাবে।
-
বাড়ির পরিবেশ সুন্দর রাখার জন্য সবার আগে রান্নাঘর পরিষ্কারের দিকে নজর দিতে হবে। তা না হলে নানা রকমের রোগ-ব্যাধি ছড়া পারে।
-
রান্নাঘরে চিটচিটেভাব আসে গ্যাসের কারণে তাই রান্নাঘরে গ্যাসের চারপাশে টাইলস লাগান। দেখবেন চিটচিটেভাব অনেকটা কমে গেছে। আর টাইলস পরিষ্কার করাও অনেকটা সহজ।
-
রান্না করার পর প্রতিদিন ওভেন পরিষ্কার করুন। সাবানপানি বা লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিন।
-
রান্নাঘরে মোটা ঝুল জমে। গ্যাসে রান্না করার কারণে রান্নাঘরে মাঝে মাঝে হালকা ধোঁয়া হয়। এছাড়া রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন।
-
রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র যেমন বিভিন্ন মসলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করুন।
-
রান্নাঘরের জানালার গ্রিলে অনেক সময় তেল ও ঝুল আটকায়। তাই কিছুদিন পরপর সাবান পানি ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করে নিন।
-
গ্যাসের ওভেনের ভিতর ময়লা জমলে ওভেনের আগুনের শিখা লালাভ হয়। ফলে, রান্নাঘরে তেলচিটচিটে ভাব হওয়ার বেশি সম্ভবনা থাকে। তাই রান্নাঘরের ওভেন পরিষ্কার রাখুন।
-
রান্নাঘর থাকা বাড়তি জিনিস সরিয়ে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা প্যাকেটে রেখে দিন।