মাস্ক কি শ্বাসকষ্ট বাড়ায়?
করোনাকালে সবাই মাস্ক পরছেন। সম্প্রতি মাস্ক নিয়ে বিভিন্ন গবেষণা হচ্ছে। এবার মাস্ক নিয়ে নতুন এক সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেনে নিন সে সমীক্ষা কী বলছে।
-
করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরতে হবে, সেটা এত দিনে সবাই জেনে গিয়েছি। তবে মাস্কের গ্রহণযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। অনেক গবেষক, চিকিৎসক বলেছিলেন- টানা মাস্ক পরে থাকলে মাস্কের মধ্যে কার্বন ডাই অক্সাইড জমে এবং প্রশ্বাসের সময় আমরা সেটিই নিয়ে ফেলি, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তবে সম্প্রতি এই তত্ত্ব নাকচ করে দিল এক সমীক্ষা।
-
বেশ কিছুদিন ধরে একটি ধারণা ছড়িয়ে পড়ছিল, তা অনেকটা এই রকম- কোনো কোনো ক্ষেত্রে মাস্কও বিপজ্জনক হয়ে উঠতে পারে। মাস্ক পরে থাকলে না কি আসলে বিষাক্ত বায়ু গ্রহণ করি আমরা। এই ধারণা কতটা ভুল, তা প্রমাণ করার জন্যই গবেষণা করছিলেন মায়ামি বিশ্ববিদ্যালয়ের এক দল চিকিৎসক।
-
তবে হ্যাঁ, মাস্ক মুখে দিয়ে শরীরচর্চা, সকালের ভ্রমণ বা জগিং করলে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারবে না। এ অবস্থায় অক্সিজেন কমে গিয়ে উল্টে তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে! তাই এই সময়টায় শুধু মাস্ক না পরাটাই শ্রেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-
আমেরিকান থোরাসিক সোসাইটির জার্নালে প্রকাশিত গবেষণা স্বীকার করে নিচ্ছে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজঅর্ডার বা সিওপিডি থাকলে মাস্ক পরাকালীন শ্বাস নিতে কষ্ট হতে পারে, অল্পতেই ক্লান্ত লাগতে পারে। তবে মায়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিশেল ক্যাম্পোস জানালেন, ফুসফুসের সমস্যা রয়েছে এমন রোগীর ক্ষেত্রেও শ্বাস নেওয়ার সমস্যা প্রায় নগণ্য। সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হলে সেটা আসলে ডিসঅ্যাপনিয়া। তার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বেড়ে যাওয়ার কোনই সম্পর্ক নেই।
-
মুখের সঙ্গে সেঁটে থাকা মাস্কে শ্বাসকষ্ট হতে পারে। সে ক্ষেত্রে অন্য কারও সংস্পর্শে না এসে একটুক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক খুলে রাখার দাওয়াই দিচ্ছেন চিকিৎসকেরাই। তবে জনসমক্ষে এলে মাস্ক পরা নিতান্তই জরুরি। সার্জিক্যাল মাস্ক না থাকলে দুটি স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
-
ফুসফুসের সমস্যা আছে, এমন রোগীর কোভিড সংক্রমণ হলে জীবনের ঝুঁকি যে কয়েক গুণে বেড়ে যায় তা বলেই দিয়েছেন চিকিৎসকেরা। মিয়ামি বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানানো হয়েছে এটাও যে তাঁদের সমীক্ষার আকার খুব বড় নয়, নমুনা সংগ্রহ করা হয়েছে অল্পসংখ্যক মানুষের দেহ থেকে। তবে মাস্ক পরলে যে অনেকেরই অসুবিধা হচ্ছে, তা থেকে খুব বড় কোনো ঝুঁকি নেই। বরং মাস্ক না পরলে কোভিড সংক্রমণের ঝুঁকি অনেক গুণে বেশি, জানিয়েছেন ক্যাম্পোস।